কারামুক্তির পর গাজার আল-শিফা হাসপাতালের প্রধানের ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি, গাজার আল-শিফা হাসপাতালের প্রধান ডাঃ মোহাম্মদ আবু সালমিয়াকে সাত মাসেরও বেশি সময় আটকে রাখার পর মুক্তি দিয়েছে ইসরায়েল। এরই প্রেক্ষিতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদ আবু সালমিয়াকে খান ইউনিসের নাসের হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেছেন  দাবিতে তার একটি ছবি ছড়িয়ে পড়েছে।

 আল-শিফা হাসপাতালের

উক্ত দাবিতে ফেসবুকের পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কিইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গাজার আল-শিফা হাসপাতালের প্রধান ডাঃ মোহাম্মদ আবু সালমিয়া ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর হাসপাতালে ফিরে গিয়ে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেছেন দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে ছবিটিতে IN.VISUALART শীর্ষক একটি জলছাপ দেখতে পাওয়া যায়। 

Indicated by Rumor Scanner Scanner

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে in.visualart ইউজারনেমের একটি ইন্সটাগ্রাম আইডিতে গত ০১ জুলাই আপলোডকৃত আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটি বর্ণনায় উল্লেথ করা হয়, ছবিটি এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম ব্যবহার করে তৈরি করা হয়েছে।

Indicated by Rumor Scanner

এছাড়াও, ছবিটির বর্ণনায় উল্লেখ করা হয়, আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া ২০২৩ সালের ২৭ নভেম্বর থেকে দখলদার বাহিনীর হাতে আটক থাকার পর কারামুক্তি পেয়েছেন। এক বিবৃতিতে তিনি বন্দীদের চরম কষ্টের কথা তুলে ধরেন, যারা প্রতিদিন মারাত্মক শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করেন। চিকিৎসা সেবার অভাব এবং ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও, চূড়ান্ত মুক্তির অপেক্ষায় বন্দীদের মনোবল উচ্চ রয়েছে । আবু সালমিয়া এই লঙ্ঘনগুলো মোকাবেলায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন এবং সমস্ত ফিলিস্তিনিদের জন্য আশা ও যত্নের বাতিঘর হিসাবে আল শিফা মেডিকেল কমপ্লেক্স পুনর্নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

ইন্সটাগ্রাম আইডিটি পর্যালোচনা করে জানা যায়, ইন্সটাগ্রাম আইডিটি Islam Nour নামের একজন ডিজাইনারের। তিনি ফটোশপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ছবি ও ভিডিও তৈরি করে থাকেন। পাশাপাশি দেখা যায়, চলমান ইসরায়েল ও ফিলিস্তিন সংকট নিয়ে তিনি একাধিক ছবি (,,,) তৈরি করে তার আইডিতে প্রচার করেছেন।

মূলত, Islam Nour নামের একজন ডিজিটাল আর্টিস্ট গাজার আল-শিফা হাসপাতালের প্রধান ডাঃ মোহাম্মদ আবু সালমিয়া ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার প্রেক্ষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়তায় আবু সালমিয়ার একটি ছবি তৈরি করে তার ইন্সটাগ্রাম আইডিতে প্রচার করেন। পরবর্তীতে উক্ত ছবিটিই বাস্তব দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

সুতরাং, ফটোশপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি গাজার আল-শিফা হাসপাতালের প্রধান ডাঃ মোহাম্মদ আবু সালমিয়ার একটি ছবি বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • In.visualart Instagram Account Post
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img