সম্প্রতি, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নাচের দৃশ্য’ দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকের কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবের ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানের কন্যা জাইমা রহমানের নাচের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওর নারী জাইমা রহমান নয় বরং এটি পাকিস্তানের এক পার্টি ড্যান্সারের নাচের ভিডিও, যা ২০১৭ সাল থেকে ইন্টারনেটে রয়েছে।
ভিডিও বিশ্লেষণে কী জানা যাচ্ছে?
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত ভিডিওগুলো বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায়, একই ভিডিও কোনো পোস্টে ৫৮ সেকেন্ডের দৈর্ঘ্য, কোনো পোস্টে মিনিট দেড়েক এবং কোনো কোনো পোস্টে দুই মিনিটের কিছু বেশি সময়ের দৈর্ঘ্যে আপলোড করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের চারদিকে কিছু ব্যক্তি বসে আছেন। এদের বেশিরভাগেরই পরনের পোশাকের সাথে পাকিস্তানি বা ভারতের পাঞ্জাবের পোশাকের মিল রয়েছে। এক নারীকে তাদের মাঝখানে নাচতে দেখা যাচ্ছে। এক ব্যক্তি টাকা উড়িয়ে দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে এ ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে নাচতে থাকা নারীকে জাইমা রহমান বলে দাবি করা হচ্ছে।
ফেসবুকের কিছু পোস্টে (আর্কাইভ) দাবি করা হচ্ছে, “এই পার্টিটি লন্ডনে তার (জাইমা রহমান) পাকিস্তানী বন্ধু জাওয়াত জিয়ানের হোটেলে অনুষ্ঠিত হয়। জাওয়াত জিয়ান পাকিস্তান বংশদ্ভূত লন্ডনের নাগরিক, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার।”
একটি পোস্টের (আর্কাইভ) কমেন্টে একজনের জিজ্ঞাসায় পোস্টদাতা বলেছেন, জাইমার জিয়ানের সাথে ইনস্টাগ্রামে ছবিও দিয়েছেন।
ছড়িয়ে পড়া একই ভিডিও সম্বলিত এক পোস্টে (আর্কাইভ) এক ব্যক্তি কমেন্ট করেছেন, “এটা ইন্ডিয়ার পান্জাবের ভিডিও। এটা নতুন না অনেক আগের ভিডিও।”
ভিডিও বিশ্লেষণের সূত্র ধরে অনুসন্ধানের শুরুতে জাইমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়ে খোঁজ করতে গিয়ে উক্ত প্লাটফর্মে কিওয়ার্ড সার্চ করে জাইমা রহমান নাম ব্যবহার করে একাধিক অ্যাকাউন্টের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তবে এর কোনোটিতেই কোনো পুরুষের সাথে জাইমা রহমানের (যেহেতু দাবি করা হয়েছে, জাইমার জিয়ানের সাথে ইনস্টাগ্রামে ছবিও দিয়েছেন) ছবি খুঁজে পাওয়া যায়নি।
জাইমা রহমানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিষয়ে নিশ্চিত হতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, জাইমা রহমানের অফিসিয়াল কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই।
অর্থাৎ, জাইমা রহমান জাওয়াত জিয়ান নামে জনৈক ব্যক্তির সাথে ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়৷
তাছাড়া, জাইমা রহমানের জাওয়াত জিয়ান নামে কোনো পাকিস্তানি বন্ধু আছে কিনা সে বিষয়টি ব্যক্তিগত বিধায় এ বিষয়ে অনুসন্ধান করা যায়নি।
পরবর্তীতে, ভিডিওটি ভারতের পাঞ্জাবের শীর্ষক তথ্যের সূত্র ধরে একাধিক কিওয়ার্ড সার্চ করে ফেসবুক, ইউটিউবসহ একাধিক প্লাটফর্মে এ বিষয়ে অনুসন্ধান করে কোনো তথ্য মেলেনি।
অনুসন্ধানের এ পর্যায়ে এসে আলোচ্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ইউটিউবে ‘Ganda Bacha’ নামক একটি চ্যানেলে ২০২০ সালের ১২ অক্টোবর ‘Mujra in Karachi’ শীর্ষক শিরোনামে আলোচিত ভিডিওটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
২:৫৫ মিনিটের এই ভিডিওটি পর্যবেক্ষণ করে শেষদিকে উক্ত নারীর মুখের অবয়ব কিছুটা স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়। তবে উক্ত নারীর সাথে জাইমা রহমানের চেহারার মিল পরিলক্ষিত হয়নি।
এ বিষয়ে আরও অনুসন্ধান করে, ফেসবুকে Live murja নামক পেজে ২০২০ সালের ১৩ জানুয়ারি প্রকাশিত একই দৈর্ঘ্যের একই ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। তবে প্রায় ৩৪ মিলিয়ন ভিউ পাওয়া এই ভিডিওর ক্যাপশনে কিছু লেখা ছিল না।
পরবর্তীতে আরো অনুসন্ধান করে, ফেসবুকে Alisha Malik নামক পেজে ২০১৭ সালের ২৩ জানুয়ারি প্রকাশিত একই দৈর্ঘ্যের একই ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। দেড় হাজার ভিউ পাওয়া এই ভিডিও সম্বলিত পোস্টের ক্যাপশনে ভিডিওতে যে গান চলছিল তার নাম (kamil yar d) লেখা ছিল। হ্যাশট্যাগে পেজের নাম অনুযায়ী malik শব্দটি উল্লেখ ছিল ক্যাপশনে।
রিউমর স্ক্যানার টিম দীর্ঘ অনুসন্ধান করে ২০১৭ সালের পূর্বে ভিডিওটি ইন্টারনেটে খুঁজে পায়নি।
সর্বশেষ খুঁজে পাওয়া পেজটি (আর্কাইভ) (Alisha Malik) পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটি এখন আর সক্রিয় নেই।
আলোচিত ভিডিওটিতে যে নারীকে নাচতে দেখা গেছে, তিনি এবং আলিশা মালিক একই ব্যক্তি কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পেজের কন্টেন্টগুলো বিশ্লেষণ করে দেখেছে রিউমর স্ক্যানার টিম। একই সময়ে পেজের ইনবক্সেও এ বিষয়ে আমাদের জিজ্ঞাসা জানিয়ে রেখেছিলাম আমরা।
পেজটির About সেকশনে আলিশা নিজের বিষয়ে লিখেছেন, Party Dancer। অর্থাৎ, তিনি বিভিন্ন পার্টিতে নেচে থাকেন। পেজটি ২০১৬ সালে বর্তমান নামেই খোলা হয়েছিল। পরবর্তীতে আর নাম পরবর্তন করা হয়নি।
পেজের এক্টিভিটিগুলো বিশ্লেষণ করতে গিয়ে ২০১৭ সালে প্রকাশিত আরো কিছু নাচের ভিডিও খুঁজে পাওয়া যায়। এর মধ্যে ০৪ মে প্রকাশিত এক ভিডিওর (আর্কাইভ) ক্যাপশনে তিনি লিখেন, “আমার খুব প্রিয় বন্ধু মেহেক মালিক ও উরোজ।”
এই তথ্যের সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করে জানা যায়, মেহেক মালিকও পাকিস্তানের একজন নৃত্য শিল্পী এবং টিকটক স্টার। এ বিষয়ে তথ্য পেতে রিউমর স্ক্যানার টিম মেহেকের সাথে যোগাযোগের চেষ্টা করেছে। তবে এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত তার পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।
আলোচিত ভিডিওটির বিষয়ে জানতে পরবর্তীতে পাকিস্তানি ফ্যাক্টচেকারদের সাথে যোগাযোগ করেছিল রিউমর স্ক্যানার টিম। তারাও ভিডিওর নারীটি পাকিস্তানের ট্রান্স ড্যান্সার আলিশা মালিক হতে পারে বলে মত দিয়েছেন।
ট্রান্স ড্যান্সাররা সাধারণত পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হন। আলিশার ক্ষেত্রেও এমনটি ঘটেছে এবং তিনি পার্টি ড্যান্সার হিসেবে কাজ করছেন। তবে আলিশা ঠিক কবে ট্রান্স ড্যান্সারে রূপান্তরিত হয়েছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে একাধিক মাধ্যমে রিউমর স্ক্যানার টিম আলিশা মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
মূলত, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানের নাচের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে রিউমর স্ক্যানারের দীর্ঘ অনুসন্ধানে জানা যায়, উক্ত নারী জাইমা রহমান নয়। পাকিস্তানে আলিশা মালিক নামক একটি পেজে এই নাচের ভিডিও ২০১৭ সাল প্রকাশ করা হয়। আলিশা মালিক পাকিস্তানের একজন পার্টি ড্যান্সার। পাকিস্তানের ফ্যাক্টচেকাররা উক্ত নারীটি পাকিস্তানের ট্রান্স ড্যান্সার আলিশা মালিক হতে পারে বলে মত দিয়েছেন।
প্রসঙ্গত, পূর্বেও জাইমা রহমানের বিষয়ে একাধিক গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, পাকিস্তানের এক নারীর নাচের পুরোনো ভিডিওকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানের নাচের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Alisha Malik: Video
- Rumor Scanner’s own analysis
- Statement from Pakistani Fact Checkers
- Alisha Mailk: Page Activity Analysis
- Ganda Bacha: Mujra in Karachi
- Live murja: Video
- Statement from Shairul Kabir