মানি লন্ডারিংয়ের অভিযোগে তারেক-জোবায়দা দম্পতির লন্ডনে গ্রেফতার হওয়ার বিষয়টি গুজব 

সম্প্রতি, আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে ‘মানি লন্ডারিংয়ের অভিযোগে তারেক-জোবায়দা দম্পতি লন্ডনে গ্রেফতার’ শীর্ষক দাবিতে একটি তথ্য আল জাজিরার একটি নিউজ স্ক্রিনশট যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এ দাবির কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মানি লন্ডারিংয়ের অভিযোগে তারেক-জোবায়দা দম্পতির লন্ডনে গ্রেফতার হওয়ার দাবিটি সঠিক নয় বরং সংবাদমাধ্যম আল জাজিরার ওয়েবপেজ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে আটকের এ ভুয়া খবর প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমান লন্ডনে গ্রেফতার শীর্ষক দাবিতে প্রচারিত ফেসবুক ব্যানারটি বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম। 

Source: Facebook /claim banner

প্রচারিত এ ডিজিটাল ব্যানারটি পর্যবেক্ষণ করলে দেখা যায় স্ক্রিনশটে ‘Bangladeshi political leader Tarique Rahman and wife Zubaida ‘arrested’ in London’ শীর্ষক শিরোনামে আল জাজিরার একটি সংবাদ দেখানো হয়েছে এবং উক্ত নিউজ স্ক্রিনশটে এই সংবাদটি প্রকাশের তারিখ দেখানো হয়েছে ১৪ জুন ২০২৩ ।

পরবর্তীতে উক্ত শিরোনামটি কপি করে বিভিন্ন মাধ্যমে সেই প্রতিবেদনটি খোঁজার চেষ্টা করে রিউমর স্ক্যানার। তবে সার্চে উক্ত শিরোনামে আল জাজিরাতে প্রকাশিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

Screenshot : Google search 
Screenshot : Twitter search 

পাশাপাশি আল জাজিরার ওয়েবসাইটে থাকা সার্চ অপশনে বিভিন্ন কি ওয়ার্ড দিয়ে সার্চ করেও উক্ত শিরোনামের কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

Screenshot : Search on Al Jazeera website 

সার্চ করে অনুসন্ধানের পাশাপাশি রিউমর স্ক্যানার টিম আল জাজিরাতে গত ১৪ জুন প্রকাশিত সকল সংবাদ পর্যবেক্ষণ করেও উক্ত শিরোনামের কোনো সংবাদের অস্ত্বিত্ব পায়নি। নিচে আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত ১৪ জুন ২০২৩ এর সংবাদগুলো তুলে ধরা হলো-

Image Collage by Rumor Scanner
Image Collage by Rumor Scanner
Image Collage by Rumor Scanner
Image Collage by Rumor Scanner
Image Collage by Rumor Scanner
Image Collage by Rumor Scanner
Image Collage by Rumor Scanner
Image Collage by Rumor Scanner
Image Collage by Rumor Scanner

তারেক রহমান এবং মানি লন্ডারিং সংক্রান্ত বিষয়ে আল জাজিরার ওয়েবসাইটে ২০১৬ সালের ২১ জুলাই প্রকাশিত একটি সংবাদ পাওয়া যায়। ‘Bangladesh: Tarique Rahman jailed for money laundering’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সে সংবাদ মূলত সেসময় বাংলাদেশ হাইকোর্ট কর্তৃক মানি লন্ডারিংয়ের অভিযোগে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়ার রায়ের ওপর প্রকাশিত হয়। 

aljazeera Screenshot :

অর্থাৎ, কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় ১৪ জুন ২০২৩ এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের গ্রেফতারের বিষয়ে কোনো সংবাদ প্রকাশিত হয়নি। এতে প্রতীয়মান হয় যে, ‘Bangladeshi political leader Tarique Rahman and wife Zubaida ‘arrested’ in London’ শীর্ষক শিরোনামের সংবাদের স্ক্রিনশটটি আল-জাজিরার ওয়েবসাইটের সংবাদের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে তৈরি করা হয়েছে। 

এছাড়াও ১৪ জুন কিংবা সম্প্রতি তারেক রহমান ও তার স্ত্রীর গ্রেফতার হওয়া সম্পর্কিত কোনো সংবাদ অন্য কোনো সংবাদমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি। কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিংবা দেশীয় কোনো গণমাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের গ্রেফতারের বিষয়ে কোনো সংবাদ খুঁজে পায়নি রিউমর স্ক্যানার টিম।

অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা প্রতীয়মান হয় যে, মানি লন্ডারিংয়ের অভিযোগে লন্ডনে তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের গ্রেফতারের দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়।

মূলত, সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার ১৪ জুনের ওয়েব নিউজের একটি স্ক্রিনশট যুক্ত করে লন্ডনে মানি লন্ডারিংয়ের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের গ্রেফতারের দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, আল জাজিরাতে তারেক-জোবায়দা দম্পতির লন্ডনে গ্রেফতার সম্পর্কিত কোনো সংবাদ প্রকাশ করেনি। এছাড়াও অন্য কোনো গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে তারেক এবং জোবায়দার গ্রেফতারের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ, মানি লন্ডারিং এর অভিযোগে লন্ডনে তারেক রহমান ও জোবায়দা রহমান দম্পতির আটকের এ ভুয়া সংবাদটি আল জাজিরার নিউজের ওয়েব পেজ এডিট করে আল জাজিরাকে সূত্র দেখিয়ে প্রচার করা হয়েছে।   

প্রসঙ্গত, গত ২৮ মে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য চার সাক্ষীর কাউকেই হাজির করতে পারেনি দুদক।

সুতরাং, মানি লন্ডারিংয়ের অভিযোগে তারেক-জোবায়দা দম্পতি লন্ডনে গ্রেফতার হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img