Fact Check: ফারাহ প্রদেশে সাম্প্রতিক সময়ে কোন মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়নি

সম্প্রতি “ফারাহ প্রদেশে একটি মার্কিন #C130 সামরিক বিমান আজ সন্ধ্যায় বিধ্বস্ত হয়েছে, এতে শত শত মানুষ ও সৈন্য নিহত ও আহত হয়েছে। বিমানটি কাবুল বিমানবন্দর থেকে কাতার যাচ্ছিল” শীর্ষক শিরোনামে একটি তথ্য ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে ফারাহ প্রদেশে বিমান বিধ্বস্ত হওয়ার কোন ঘটনা ঘটেনি এবং তথ্যটির সাথে সংযুক্ত ছবিটি পুরোনো।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে উইকিমিডিয়া কমন্স ওয়েবসাইটে ছবিটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এবং সেখানে উল্লেখিত বিবরণী থেকে জানা যায় ছবিটি ৭ জুলাই ২০০৮ সালে ইরাকের বাগদাদ শহর থেকে তোলা হয়েছিলো।

মূলত, ২০০৮ সালের ২৭ জুন মার্কিন বিমান বাহিনীর C-130 মডেলের বিমানটি ইরাকের বাগদাদ থেকে উড্ডয়নের পরপরই একটি খোলা মাঠে জরুরি অবতরণ করে এবং বিমানের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীতে নিরাপত্তা বিবেচনায় বিমানটিকে ঐ স্থান থেকে সরানোর জন্য ০৭ জুলাইয়ে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত সিরিজ বিস্ফোরণ ঘটিয়ে বিমানটি ছোট ছোট অংশে বিভক্ত করা হয়।

প্রতিবেদনটি পড়ুন এখানে

বিষয়টি নিয়ে ১১ জুলাই ২০০৮ সালে মার্কিন বিমান বাহিনীর ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো।

প্রতিবেদনটি পড়ুন এখানে

উল্লেখ্য, ফারাহ প্রদেশে বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক কোন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। এছাড়া মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগনে নিযুক্ত রয়টার্সের সাংবাদিক ইদরিস আলি তথ্যটিকে মিথ্যা দাবি করে একটি টুইট করেছেন।

গত ২৮ আগস্টে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ভুয়া দাবিটি টুইটারে প্রথম ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে কপি করে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিষয়টি কোন বিশ্বাসযোগ্য সূত্র ছাড়া প্রচার হতে থাকে।

অর্থাৎ, ১৩ বছর পুরোনো একটি ছবি ব্যবহার করে সাম্প্রতিক সময়ে ফারাহ প্রদেশে বিমান বিধ্বস্ত হওয়ার বানোয়াট তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ফারাহ প্রদেশে একটি মার্কিন #C130 সামরিক বিমান আজ সন্ধ্যায় বিধ্বস্ত হয়েছে, এতে শত শত মানুষ ও সৈন্য নিহত ও আহত হয়েছে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img