বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা বন্ধের গুজব

সম্প্রতি, ‘ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ও পাসপোর্ট বন্ধ করে দিয়েছে’ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ভিসা বন্ধের

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ এবং অ্যাকাউন্ট থেকে উক্ত দাবিটি ভিডিও এবং টেক্সট আকারে প্রচারিত হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের  ভারতীয় ভিসা বন্ধ করা হয়নি বরং নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে বিষয়টি যাচাইয়ে বাংলাদেশের ভারতীয় হাই কমিশনের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে বাংলাদেশি নাগরিকদের  জন্য ভারতীয় ভিসা বন্ধের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

Screenshot: High Commission of India, Bangladesh

তাছাড়া, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণ করেও বাংলাদেশের নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা, বন্ধ বা স্থগিতের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

Screenshot: Ministry of External Affairs India

এছাড়াও, ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার এর ওয়েবসাইটে প্রবেশ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে দেখা যায়, ভিসা আবেদন পক্রিয়া পূর্বের ন্যায় স্বাভাবিক অবস্থায় রয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বন্ধের কোনো তথ্য সেখানে খুঁজে পাওয়া যায়নি।

Indian Visa Application Center, Bangladesh

পাশাপাশি, গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য অন্যকোনো সূত্রে এখন পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বন্ধ, নিষেধাজ্ঞা কিংবা স্থগিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

মূলত, গত ১৯ নভেম্বর ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। সে ম্যাচে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের একাংশের ভারতের পরাজয়ে উল্লাস করার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। এরপর বিষয়টি নিয়ে ভারতে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় ক্ষুব্ধ ভারতীয়দের মধ্যে কেউ কেউ বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বন্ধের দাবি জানান। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ও পাসপোর্ট বন্ধ করে দিয়েছে’ শীর্ষক দাবিটি ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে এধরণের কোনো ঘোষণা আসেনি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধের গুজব প্রচার করা হলে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত ভিসা ও পাসপোর্ট বন্ধ করে দিয়েছে শীর্ষক তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • High Commission of India, Bangladesh: https://www.hcidhaka.gov.in/
  • Ministry of External Affairs India: https://www.mea.gov.in/
  • Indian Visa Application Center, Bangladesh: https://www.ivacbd.com/
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img