সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গ্রেফতার হয়েছেন এবং তাকে সেনা ক্যাম্পের অস্থায়ী কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাপ্রধান গ্রেফতার হওয়ার দাবিটি সঠিক নয় বরং, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গাড়িবহরের একটি ভিডিওকে এই ভুয়া দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ফেসবুক পেজে ১৫ অক্টোবর রাতে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গাড়িবহরের বৈঠকস্থল ত্যাগ করার দৃশ্য এটি।

বাংলাদেশ সংবাদ সংস্থার এক প্রতিবেদন থেকে জানা যায়, ১৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ বৈঠক হয়।
অনলাইন একটি গণমাধ্যমের ফুটেজেও একই স্থানের দৃশ্য দেখা যায়।
অর্থাৎ, ভিডিওটির সাথে সেনাপ্রধানের গ্রেফতার দাবির কোনো সম্পর্ক নেই।
তাছাড়া, গণমাধ্যম এবং নির্ভরযোগ্য সূত্রে সেনাপ্রধান গ্রেফতারের কোনো ঘটনার প্রমাণ মেলেনি।
সুতরাং, সেনাপ্রধানকে গ্রেফতার করা হয়েছে দাবিতে প্রধান উপদেষ্টার গাড়িবহরের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Kaler Kantho: ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক শেষে বের হলেন প্রধান উপদেষ্টা