৭২ বছরে দালজিনদার কৌর সবচেয়ে বয়স্ক মায়ের স্বীকৃতি পেয়েছেন শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর

সম্প্রতি, দালজিনদার কৌর নামে এক ভারতীয় বৃদ্ধা ৭২ বছর বয়সে পুত্র সন্তান জন্ম দিয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক মায়ের স্বীকৃতি পাওয়ার দাবিতে কিছু ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

Image collage by Rumor Scanner

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

Image Collage by Rumor Scanner

ভারতেও একই দাবিতে ছড়িয়ে পড়া পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ৭২ বছর বয়সী বৃদ্ধা পুত্র সন্তান জন্ম দিয়ে সবচেয়ে বয়স্ক মায়ের স্বীকৃতি পাওয়ার তথ্যটি সঠিক নয় বরং উক্ত বৃদ্ধার মা হওয়ার ঘটনাটি সাত বছরের পুরোনো। তাছাড়া, তিনি সবচেয়ে বেশি বয়সে মা হওয়ার স্বীকৃতি পেয়েছেন শীর্ষক দাবিটিও বানোয়াট। 

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে, ভারতীয় গণমাধ্যম ‘The Indian Express’ এর ওয়েবসাইটে ২০১৬ সালের ১২ মে ’72-year-old woman becomes mother for the first time’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ভারতের দালজিনদার কৌর নামের একজন বৃদ্ধা ৭২ বছর বয়সে একটি সুস্থ পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। তবে প্রতিবেদনটিতে দালজিনদার কৌরের বিশ্বের সবচেয়ে বয়স্ক মায়ের স্বীকৃতি পাওয়া নিয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

Screenshot from ‘The Indian Express’

অনুসন্ধানের মাধ্যমে ‘Hindustan Times’ এ ২০১৬ সালের ১৩ মে ’72-yr-old gives birth, doctors say she’s too old: What’s the right age?’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনেও ভারতের দালজিনদার কৌরের ৭২ বছর বয়সে পুত্র সন্তান জন্ম দেওয়ার তথ্য খুঁজে পাওয়া যায়। তবে এই প্রতিবেদনেও দালজিনদার কৌরের বিশ্বের সবচেয়ে বয়স্ক মায়ের স্বীকৃতি পাওয়া নিয়ে কোনো তথ্য উল্লেখ ছিল না। 

Screenshot from ‘Hindustan Times’

এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম The Guardian এর ওয়েবসাইটে ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ‘Indian woman, 73, gives birth to twin girls’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, দক্ষিণ ভারতের ৭৩ বছর বয়সী বৃদ্ধা মংগয়ামমা ইয়ারামাতি দুইটি সুস্থ মেয়ে সন্তান জন্ম দিয়েছেন।

Screenshot from The Guardian

অর্থাৎ, দালজিনদার কৌরের চেয়েও বেশি বয়সে ভিন্ন ব্যক্তির সন্তান জন্ম দানের রেকর্ড রয়েছে। তিনি যদি ২০১৬ সালে উক্ত স্বীকৃতি পেয়েও থাকতেন, সেক্ষেত্রে তার সেই স্বীকৃতি পরবর্তীতে মংগয়ামমা ইয়ারামাতিরও পাওয়ার কথা ছিল। কিন্তু এ বিষয়ে কোনো তথ্য ইন্টারনেটে পাওয়া যায় না৷ 

এ বিষয়ে আরো অনুসন্ধানের করতে গিয়ে রেকর্ড বিষয়ক সংস্থা ‘Guinness World Records’ এর ওয়েবসাইটে ‘Oldest person to give birth’ শীর্ষক শিরোনামে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, মারিয়া দেল কারম্যান বওসাদা লারা নামক এক নারী ২০০৬ সালের ২৯ ডিসেম্বর ৬৬ বছর বয়সে জমজ ছেলে সন্তান জন্ম দেন।

Screenshot from Guinness World Records

সবচেয়ে বয়স্ক মায়ের স্বীকৃতি দিয়েছে শীর্ষক কোনো তথ্য ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়নি। 

মূলত, ২০১৬ সালে ভারতের দালজিনদার কৌর  ৭২ বছর বয়সে এক পুত্র সন্তান জন্মদানের খবরকে সম্প্রতি সাল উল্লেখ না করে প্রচার করা হচ্ছে। তাছাড়া উক্ত ঘটনাটিকে সবচেয়ে বয়স্ক মায়ের স্বীকৃতি শীর্ষক দাবিতে ফেসবুকে প্রচার করা হলেও এমন কোনো স্বীকৃতির তথ্য সে সময়ের গণমাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ পাওয়া যায়নি। 

সুতরাং, সম্প্রতি ৭২ বছরে দালজিনদার কৌর সবচেয়ে বয়স্ক মায়ের স্বীকৃতি পেয়েছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।  

তথ্যসূত্র

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img