বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা হয়নি

সম্প্রতি, ‘বাংলাদেশ বন্ধ করা হল সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল’ শীর্ষক দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

একই তথ্য ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলাও তাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা হয়নি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি গুজব বলে নিশ্চিত করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

পরবর্তীতে এ বিষয়ে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ মামুন অর রশিদ বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এমন সিদ্ধান্ত হলে আমার জানা থাকতো। 

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাথেও কথা বলে রিউমর স্ক্যানার টিম। 

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল বলেন, ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া আমার জানামতে বর্তমান সরকারও এমন কোনো সিদ্ধান্ত নেননি। ভারতীয় সকল স্যাটেলাইট চ্যানেলগুলো চলমান রয়েছে।

সুতরাং, বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধের তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

  • Minister of Information & Broadcasting- PRO Statement 
  • Cable Operators Association of Bangladesh- General Secretary Statement 
  • Rumor Scanner’s Own Analysis 

আরও পড়ুন

spot_img