সম্প্রতি ‘ভিভোর উনত্রিশ হাজারের ফোন মাত্র ৪ হাজার টাকায়’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।

উল্লিখিত ক্যাপশনে গণমাধ্যম ও অনলাইন পোর্টালের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন; এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

বিভ্রান্তিকর শিরোনামে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন; বাংলা ভিশন এবং জুম বাংলা
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিভো বাংলাদেশের পক্ষ থেকে উনত্রিশ হাজারের ফোন মাত্র ৪ হাজার টাকায় বিক্রির কোনো অফার দেওয়া হয়নি বরং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে ভারতীয় ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে ভারতীয় রূপিতে উক্ত অফারটি নেওয়া যাবে।
কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ইন্ডিয়ান ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ‘Vivo T1 Pro 5G’ ফোন বিক্রির বিজ্ঞাপন খুঁজে পাওয়া যায়।

সেখানে বলা হয়, Vivo T1 Pro 5G ফোনটির মূল দাম ২৮, ৯৯০ রুপি এবং ১৭% ছাড়ে এটি ২৩, ৯৯৯ রুপিতে কেনা যাবে। এছাড়া ফোনটিতে আরও কয়েকটি অফার রয়েছে। সেগুলো হল, ফোনটিতে এসবিআই ক্রেডিট কার্ড ইমআই ট্রানজ্যাকশনে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এছাড়াও Flipkart Axis Bank Card এ ৫% ক্যাশব্যাক অফার রয়েছে। এছাড়াও অফারটিতে আরও কিছু ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ড লেনদেনে অফার এবং পার্টনার অফার থেকে গিফট কার্ড এবং কুপন সুবিধা রয়েছে। তাছাড়া এই প্রতিবেদনটি লেখার সময় ২০ মার্চ ১২টা ২০ মিনিটে ফ্লিপকার্টের ওয়েবসাইটে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে ২৩,৫০০ রুপি পর্যন্ত ছাড়া পাওয়ার কথা উল্লেখ রয়েছে।
অন্যদিকে দেশীয় মূল ধারার গণমাধ্যম বাংলা ভিশনের অনলাইন সংস্করণে গত ১৬ই মার্চ ‘ভিভোর উনত্রিশ হাজারের ফোন মাত্র ৪ হাজার টাকায়’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, ‘আপনি Flipkart থেকে vivo T1 Pro 5G (১২৮ জিবি+ ৬ জিবি) ফোনটি অনেক সস্তায় কিনতে পারেন। এই ফোনের আসল দাম ২৮,৯৯০ টাকা এবং আপনি ১৭% ছাড়ে এটি ২৩,৯৯৯ টাকায় কিনতে পারবেন।’
সেখানে আরও বলা হয়, ‘এছাড়া ফোনটিতে ইএমআইতে ১০ শতাংশ ছাড় মিলবে। শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারের সুবিধাও আছে। যদি আপনার পুরনো স্মার্টফোনের অবস্থা ঠিক থাকে, তবে আপনি এটি ফ্লিপকার্টে ফেরত দিতে পারেন। পরিবর্তে, আপনি ২০ হাজার টাকা ছাড় পাবেন। তবে এই ছাড় আপনার পুরনো স্মার্টফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির উপর ১ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। আবার এক্সেসরিজগুলি আলাদা করে ৬ মাসের ওয়ারেন্টি পাচ্ছে।’
অর্থাৎ, চার হাজারে ভিভো ফোন পাওয়ার এই অফারটিতে পুরোনো ফোন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে হবে। যেহেতু এক্সচেঞ্জের মাধ্যমে নিতে হবে তাহলে সবার ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য হবে না।
পাশাপাশি বাংলাদেশের অন্যান্য গণমাধ্যমেও হুবহু একই প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে, ফ্লিপকার্ট বাংলাদেশে এভেইলেবল নয়। তাছাড়াও উক্ত অফারের মূল্য ইন্ডিয়ান রূপিতে বলা হলেও দাবিকৃত তথ্যে কোথাও ইন্ডিয়ান রূপির কথা উল্লেখ করা হয়নি। সেখানে টাকার কথা উল্লেখ করায় নেটিজেনদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাছাড়া প্রতিবেদনটি লেখার সময়ে ফ্লিপকার্টের ওয়েবসাইটে উল্লেখিত এক্সচেঞ্জ অফারের সাথে বাংলাদেশের গণমাধ্যমে উল্লেখিত এক্সেঞ্জ অফারের মিল পাওয়া যায়নি।
অধিকতর অনুসন্ধানের জন্য ভিভো বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট ঘেটেও এমন অফার কিংবা ফোনটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে ভিভোর কাস্টমার কেয়ার সার্ভিসে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, ‘বর্তমানে বাংলাদেশে ভিভোর জি, ওয়াই ও এক্স সিরিজের ফোনগুলো ছাড়া টি সিরিজের কোনো ফোন বাজারে নেই।’
অর্থ্যাৎ, ভিভো বাংলাদেশ কাস্টমার কেয়ার সার্ভিসের বক্তব্য অনুযায়ী এটা স্পষ্ট যে, Vivo T1 5g ফোনটি বাংলাদেশে এভেইলেবল নয় এবং ফোনটির অফারের দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়।
মূলত, ভারতীয় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে Vivo T1 5g ফোনটির ওপর সম্প্রতি অফার দেওয়া হয়। তবে পুরো বিষয়টি উল্লেখ না করেই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম থেকে অফারের বিষয়টি প্রচার করা হয় এবং এতে নেটিজেনরা অফারটিকে বাংলাদেশের ভেবে বিভ্রান্তিতে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিকৃত অফারটি বাংলাদেশের নয় বরং এটি ভারতীয় ই-কমার্স সাইটের একটি অফার যা বাংলাদেশিদের জন্য প্রযোজ্য নয় এবং বাংলাদেশে ভিভোর এই মডেলটি বাজারে নেই।
সুতরাং, ভিভোর উনত্রিশ হাজারের ফোন মাত্র ৪ হাজার টাকায় পাওয়া যাচ্ছে দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Flipkart, https://www.flipkart.com/vivo-t1-pro-5g-turbo-black-128-gb/p/itmdbb5d58c3018d
- Bangla Vision, ভিভোর উনত্রিশ হাজারের ফোন মাত্র ৪ হাজার টাকায়
- Zoom Bangla, ফ্লিপকার্ট-এ ভিভোর ২৯ হাজারের ফোন পাবেন মাত্র ৪ হাজার টাকায়
- Vivo Bangladesh official website – https://shop.vivo.com/bd