ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরে জড়িত ব্যক্তি গণধোলাইয়ে নিহতের দাবিটি গুজব

সম্প্রতি, ‘আলহামদুলিল্লাহ ধানমন্ডি ৩২এ আঘাত করা এক কুলাঙ্গার একটু আগে প্রকাশ্যে গণধোলাই খেয়ে মারা গেছে।’- শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধানমন্ডি ৩২ এ হামলাকারী প্রকাশ্যে গণধোলাই খেয়ে মারা গেছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, উক্ত দাবিতে প্রচারিত ছবিটি গত ২৬ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে দুই পক্ষের হাতাহাতির ঘটনার।

অনুসন্ধানে আলোচিত ছবিটিতে বিডিনিউজ ২৪ এর লোগো লক্ষ্য করা যায়। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে বিডিনিউজ ২৪ এর ফেসবুকে পেজে গত ২৬ ফেব্রুয়ারি চারটি ছবি যুক্ত করে প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা একটি ছবির সাথে আলোচিত ছবির হুবহু মিল রয়েছে।

Image Comparison By Rumor Scanner

উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে হা*তাহা*তি ও ধ*স্তাধ*স্তিতে জড়ায় দুই পক্ষ। এটি সেই ঘটনায় ধারণকৃত ছবি।

উক্ত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে  প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে একই ঘটনায় যুগান্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পালটাপালটি স্লোগান, বিক্ষোভ, হাতাহাতি এবং পরে অন্তত দুই দফা মারামারির ঘটনাও ঘটেছে।

এছাড়া, আলোচিত দাবির পোস্টগুলোতে ছবির ব্যক্তি ব্যক্তি নিহত হয়েছেন দাবি করা হলেও উক্ত  সংঘর্ষের ঘটনায় গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত দৈনিক আমাদের সময়ের সাংবাদিক আশিকুল হক রিফাতের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, ওইদিন (২৬ ফেব্রুয়ারি) নিহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। এগুলো গুজব।

অর্থাৎ, প্রচারিত ছবিটি ভিন্ন ঘটনার এবং ছবির সংঘর্ষের  ঘটনায় নিহত হওয়ার দাবিটি মিথ্যা। 

সুতরাং, ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরে জড়িত ব্যক্তি গণধোলাইয়ে নিহত হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img