২২ জানুয়ারি ঢাবি এলাকায় দুইটি নয়, একটি লাশ পাওয়া গেছে 

সম্প্রতি, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই প্রান্তে দুইটি ঝুলন্ত লাশ পাওয়া গেছে’- শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ২২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় দুইটি নয় বরং, একটি লাশ পাওয়া গেছে। গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় থেকে এই ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির নাম- আবু সালেহ (৪৫)। 

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে প্রথম আলোর ওয়েবসাইটে গত ২২ জানুয়ারি “ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাছে ঝুলছিল এক ব্যক্তির মৃতদেহ”- শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ জানুয়ারি সকাল পৌনে ০৯ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকায় গাছে ঝুলতে থাকা দেখতে পান পথচারীরা। পরবর্তীতে পৌনে ১০ টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহটি গাছ থেকে নামান। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্ত করা যায়নি।

একই দিন ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে “ঢাবি ক্যাম্পাসের গাছে ঝুলন্ত মরদেহের পরিচয় মিলেছে” শীর্ষক শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম- আবু সালেহ (৪৫)। তিনি ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ২২ জানুয়ারি দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো, আজকের পত্রিকা এবং সমকাল

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে গত ২২ জানুয়ারি দুইটি লাশ উদ্ধারের কোনো তথ্য পাওয়া যায়নি। 

পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত একাধিক সাংবাদিক এবং প্রক্টরের সাথে কথা বলে রিউমর স্ক্যানার টিম। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যানেল ২৪ এর প্রতিনিধি মোঃ বোরহান উদ্দিন বলেন, ‘দুইটি নয়, গত ২২ জানুয়ারি একটি লাশ পাওয়া গেছে। দুইটি লাশ পাওয়ার দাবিটি মিথ্যা। 

বাংলা ট্রিবিউনের ঢাবি প্রতিনিধি আবিদ হাসান রাসেল বলেন, আবু সালেহ নামের এক ব্যক্তির লাশ জিমনেসিয়ামের সামনে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। দুইটি লাশ পাওয়ার দাবিটি গুজব। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ  বলেন, ‘লাশ একটি পাওয়া গেছে।’

সুতরাং, ২২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি লাশ পাওয়ার ঘটনাকে দুইটি লাশ পাওয়া গেছে দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img