সম্প্রতি, “BMET কার্ড থাকলে প্রবাসীরা মাসে পাচ্ছে ২৫০০ টাকা” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে, BMET কার্ড থাকলে প্রবাসীদের মাসে ২৫০০ টাকা পাওয়ার দাবিটি সঠিক নয় বরং বিষয়টি ভুয়া জানিয়ে জনসাধারণের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসী কল্যাণমন্ত্রণালয়।
বিষয়টির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানের শুরুতে প্রবাসী শ্রমিকদের সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করা প্রবাসী কল্যান মন্ত্রালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর ওয়েবসাইট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।
উক্ত ওয়েবসাইট গত ২০ জুলাই প্রকাশিত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়।

গত ১৯ জুলাই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হামিদুর রহমান স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি প্রতারক চক্র নিম্নোক্ত মেসেজটি “প্রবাসী বাংলাদেশীদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রবাস কল্যাণ কার্ড থাকলে কি কি সুযোগ সুবিধা পাবেন জেনে নিন, প্রতি মাসে ভাতা পাবেন ২৫০০ টাকা করে যাদের কাছে এই কার্ডটি নাই তারা অবশ্যই যোগাযোগ করবেন, আমার সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর একটা লাইক দিয়ে সবার সুযোগ করে দিবেন” প্রচার করছে, যা সম্পূর্ণ অসত্য এবং এর সাথে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কোন সম্পৃক্ততা নেই। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে এ ধরনের কোন সেবা চালু নাই। এ বিষয়ে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সকলকে অনুরোধ করা হলো। যে কোন প্রয়োজনে প্রবাসবন্ধু কল সেন্টারের টোল ফ্রি নম্বরে- ১৬১৩৫ (দেশে), +৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে) যোগাযোগ করুন এবং বিস্তারিত জানতে ভিজিট করুন www.wewb.gov.bd.
পরবর্তীতে উক্ত বিষয়ে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম চ্যানেল২৪ এর ওয়েবসাইটে “প্রবাসীদের সঙ্গে প্রতারণার ফাঁদ, মন্ত্রণালয়ের সর্তকতা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদন থেকেও আলোচিত দাবির বিষয়ে একই তথ্য জানা যায়।
বিএমইটি কার্ড কী?
বিএমইটি কার্ড মূলত গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সার্টিফিকেট হিসেবে কাজ করে, যা একজন বিদেশগামীকে তার বিদেশে যাবার সরকারি অনুমোদনপত্র হিসেবেও গৃহীত হয়। এটি ভিসা, মেডিকেল রেকর্ড, ব্যাংক তথ্য এবং বিদেশি চাকরির সত্যতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যসমূহ যাচাই করার কাজে লাগে।
মূলত, বেশকিছু দিন ধরে কোনোপ্রকার তথ্যসূত্র ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে যে, BMET কার্ড থাকলে প্রবাসীরা মাসে ২৫০০ টাকা করে পাচ্ছে। তবে অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে বর্তমানেপ্রবাসী কল্যান মন্ত্রণালয় হতে এমন ঘোষণা সুবিধা প্রদান করা হচ্ছে না। এবং ভবিষ্যতে এমন কোনো সুবিধা প্রদানের বিষয়ে কোনো সিদ্ধান্তও জানানো হয়নি। আলোচিত দাবিটি ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি গুজব হলে জানানো হয়েছে।
সুতরাং, BMET কার্ড থাকলে প্রবাসীরা মাসে ২৫০০ টাকা পাচ্ছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন: ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড
- Channel 24: প্রবাসীদের সঙ্গে প্রতারণার ফাঁদ, মন্ত্রণালয়ের সর্তকতা