রবিবার থেকে সারাদেশে তিন মাসের হরতালের ঘোষণার দাবিটি মিথ্যা

সম্প্রতি, সারাদেশে টানা ৩ মাসের হরতাল ঘোষণা, সকালেই পুলিশের উপর জামায়াতের হামলা– শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হচ্ছে। 

 তিন মাসের

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রবিবার থেকে সারাদেশে তিন মাসের হরতালের ঘোষণার দাবিটি সত্য নয় বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিন্ন ছবি ও সংবাদের স্ক্রিনশট যুক্ত করে উক্ত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতেই আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ১১ মিনিট ১০ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যায়, ভিডিওটির শুরুতে একজন উপস্থাপন বক্তব্য উপস্থাপন করছেন। পরবর্তীতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সংবাদের অনলাইন সংস্করণের স্ক্রিনশট সংযুক্ত করে উপস্থাপকের বর্ণনায় ভিডিওটি তৈরি করা হয়েছে। 

ভিডিওটির শুরুতে কালবেলায় গত ২ নভেম্বর “রোববার থেকে আসছে টানা অবরোধ” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির স্ক্রিনশট দেখা যায়। 

এরপর একই তারিখে নয়া দিগন্তে “বিভিন্ন স্পটে জামায়াতের রেলপথ ও সড়কপথ অবরোধ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের স্ক্রিনশট দেখা যায়। 

একই তারিখে যুগান্তরে “অবরোধের শেষ দিনে রাজধানীতে বাসে আগুন” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের স্ক্রিনশট দেখা যায়।

 গত ১ নভেম্বর যুগান্তরে “তফশিল চূড়ান্তে আগামী সপ্তাহে বসছে ইসি” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের স্ক্রিনশট দেখা যায়। 

২ নভেম্বর যুগান্তরে “গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, নিহত ১৯৫” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের স্ক্রিনশট দেখা যায়। 

আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত সংবাদগুলো হুবহু পাঠ করে শোনাচ্ছেন উপস্থাপক। 

এছাড়া, আলোচিত ভিডিওটিতে রবিবার থেকে তিনমাসের হরতাল সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ করা হয়নি। 

পাশাপাশি, প্রচারিত দাবিটির বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্যান্য গণমাধ্যম এবং নির্ভরযোগ্য কোনো সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। 

মূলত, গত ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি পালনের পর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধের ডাক দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অবরোধের শেষদিন ২ নভেম্বর বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে নতুন করে ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘন্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচী পালনের ডাক দেওয়া হয়। এরইমধ্যে রবিবার থেকে সারাদেশে তিনমাসের হরতাল ঘোষণা– শীর্ষক একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত দাবিটি সত্য নয় বরং ভিন্ন কয়েকটি ছবি ও কয়েকটি সংবাদের স্ক্রিনশট ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

সুতরাং, রবিবার থেকে সারাদেশে তিনমাসের হরতাল ঘোষণার দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img