সম্প্রতি, “যাদের ওয়াজ শুনে আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, তাদের সন্তানরা পড়ে ইংলিশ মিডিয়ামে” শীর্ষক একটি দাবিতে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর সাথে একটি শিশুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর পুত্রের দাবিতে প্রচারিত ছবিটি তার পুত্রের নয় বরং ছবিটি নাশীদ শিল্পী গাজী আনাস রওশনের পুত্র শিশুশিল্পী শাবাব বিন আনাসের।
তথ্যটি যাচাইয়ের জন্য কি ওয়ার্ড সার্চ করে ২০২০ সালের ১২ জানুয়ারি সময় টিভির ওয়েবসাইটে “কে এই মিজানুর রহমান আজহারী?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, মিজানুর রহমান আজহারীর দুইটি কন্যা সন্তান রয়েছে।
পাশাপাশি, একই বছরের ১১ জানুয়ারি জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে “কে এই মিজানুর রহমান আজহারী?” শীর্ষক শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এখানেও বলা হয়, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর দুইটি কন্যা সন্তান রয়েছে।

এছাড়া, ছবিটির মূল সূত্র খুঁজতে রিভার্স ইমেজ সার্চ করলে শিশুশিল্পী শাবাব বিন আনাসের ফেসবুক পেজে ২০২০ সালের ১৬ সেপ্টেম্বরে করা একটি পোস্টে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘বাবা এবং Mizanur Rahman Azhari চাচ্চুর সাথে আমি’।
অর্থাৎ, মিজানুর রহমান আজহারীর সাথে শিশুর ছবিটি তার পুত্র নয়।
মূলত, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর সাথে নাশীদ শিল্পী গাজী আনাস রওশনের পুত্র শিশুশিল্পী শাবাব বিন আনাসের তোলা একটি ছবিকে মিজানুর রহমান আজহারীর পুত্র দাবিতে প্রচার করা হচ্ছে। তাছাড়া মিজানুর রহমান আজহারীর কোনো পুত্র সন্তান নেই, তিনি দুই কন্যা সন্তানের পিতা।
উল্লেখ্য, পূর্বেও ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে নিয়ে গুজব ছড়িয়ে পড়লে তা মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর সাথে শিশুর ছবিটি তার পুত্রের শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- সময় টিভি: “কে এই মিজানুর রহমান আজহারী?”
- জাগোনিউজ২৪: “কে এই মিজানুর রহমান আজহারী?”
- শাবাব বিন আনাস পোস্ট