সম্প্রতি, অনলাইনে পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘রকমারি ডটকম’ এর নিয়োগ বিজ্ঞপ্তির ছবি দাবিতে একটি ডিজিটাল ব্যানার সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অনলাইনে পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘রকমারি ডটকম’ এর কর্মী নিয়োগ সংক্রান্ত এই তথ্যটি সঠিক নয় বরং ফেসবুকে ভুয়া পেজ তৈরি করে ‘রকমারি ডটকম’ এর নামে কর্মী নিয়োগের ডিজিটাল ব্যানার প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে অনলাইনে পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘রকমারি ডটকম’ এর ওয়েবসাইট এবং লিংকড ইন অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে প্রতিষ্ঠানটির কর্মী নিয়োগের এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে আমরা ‘Esma Zimmys2’ নামক ফেসবুক পেজ থেকে প্রচারিত ‘রকমারি ডটকম’ এরর কথিত নিয়োগ বিজ্ঞপ্তির পোস্টটি পর্যবেক্ষণ করি। লক্ষ্য করা যায় এটি একটি স্পন্সর্ড পোস্ট। পেজটি গত ২০ সেপ্টেম্বর চালু করা হয় এবং এর এডমিন বা নিয়ন্ত্রক দুইজন। এর মধ্যে একজন চীনের এবং একজন যুক্তরাষ্ট্রের অধিবাসী।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে ওয়েবসাইটের লাইভ চ্যাটের মাধ্যমে রকমারি ডটকম এর এক কর্মীর সাথে যোগাযোগ করা হলে তিনি উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটিকে ভুয়া হিসেবে চিহ্নিত করেন।
তিনি আরও জানান, “প্রতারণামূলক চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে সতর্ক থাকুন, যা রকমারির নাম ব্যবহার করছে আমাদের নজরে এসেছে যে কিছু বাক্তি/সংগঠন প্রতারণার মাধ্যমে রকমারির নাম বাবহার করে ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দিচ্ছে। এই ধরনের প্রতারণামূলক বিজ্ঞপ্তিগুলি চাকরিপ্রার্থীদের ভুল পথে পরিচালিত করে মিথ্যা চাকরির প্রস্তাব দেয়, বাক্তিগত তথ্য চায় বা অর্থ দাবী করে। রকমারি কম এ আমরা স্বচ্ছতা এবং নৈতিক নিয়োগ প্রক্রিয়া বজায় রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা নিয়োগ প্রক্রিয়ার সময় কখনোই অর্থ দাবি করি না বা অবিশ্বস্ত প্ল্যাটফর্মে চাকরির বিজ্ঞপ্তি পোষ্ট করি না।”
সুতরাং, অনলাইনে পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান রকমারি ডটকম নিয়োগ বিজ্ঞপ্তি দাবিতে ইন্টারনেটে একটি ডিজিটাল ব্যানার প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।