সম্প্রতি “Teri mitti song violin cover by Karolina Protsenko” শীর্ষক শিরোনামে একটি গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে ও এখানে। আর্কাইভ দেখুন এখানে, এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটিতে ক্যারোলিনা প্রোটসেনকো তার ভায়োলিনে তেরি মিত্তি নামের হিন্দি গান বাজাচ্ছিলেন না বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে ভিন্ন একটি ভিডিও এর অডিও এই ভিডিওতে বসানো হয়েছে।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, Karolina Protsenko Violine নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৯ মার্চ “My Heart Will Go On-Celine Dion-Violin Cover by Karolina Protsenko” শীর্ষক শিরোনামে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। যেখানে দেখা যায়, ক্যারোলিন বিখ্যাত টাইটানিক ছবির “মাই হার্ট উইল গো অন” গানটি তার ভায়োলিনে বাজাচ্ছিলেন।
এছাড়া তেরি মিত্তিকা গানের দাবিতে প্রচারিত ভিডিও এর ২ মিনিট ৪৭ সেকেন্ডে “My Heart Will Go On” গানটির সুর বেজে উঠতে শোনা যায়।
পরবর্তীতে কিওয়ার্ড সার্চের মাধ্যমে, Kushmita KC নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১৫ আগস্ট “Teri Mitti | Independence Day 2020 | Kushmita KC | Violin Cover | Keshari | Akshay Kumar” শিরোনামে প্রকাশিত তেরি মিট্টি গানের ভায়োলিনে কভার করা মূল মিউজিক ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, Teri Mitti গানের ভায়োলিনে বাজানো এই ভিডিও থেকে অডিও নিয়ে ক্যারোলিনা প্রোটসেনকো এর ভায়োলিন বাজানো একটি ভিডিওতে সংযোজন করা হয়েছে।
মূলত, ক্যারোলিনা প্রোটসেনকো ২০২০ সালের ২৯ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শান্তা মনিকা নামক স্থানে সিলাইন দিওনের গাওয়া “My Heart Will Go On” গানটি ভায়োলিনে বাজিয়ে রাস্তার মানুষকে শোনান। উক্ত ভিডিওতে Teri Mitti গানের ভায়োলিনে বাজানোর ভিন্ন একটি ভিডিও থেকে অডিও নিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ক্যারোলিনা প্রোটসেনকোর এই ভিডিওতে সংযোজন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
আরো পড়ুনঃ গানটির শিল্পী জেইন ভিখা, মাইকেল জ্যাকসন নয়
প্রসঙ্গত, ক্যারোলিনা প্রোটসেনকোর জন্ম ২০০৮ সালে ইউক্রেনে৷ পরবর্তীতে তার পরিবার ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান৷ এরপর ২০১৭ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শান্তা মনিকাতে ক্যারোলিনা ভায়োলিন নিয়ে গানের চর্চা শুরু করেন। ক্যারোলিনার তিনটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি রয়েছে৷ যাত্রা শুরুর দুই বছরেরও কম সময়ে ক্যারোলিনা ৫০ টির বেশি দেশে প্রায় ৫ মিলিয়ন অনুসারী তৈরি করতে সমর্থ হয়
সুতরাং, Teri Mitti নামের হিন্দি গানটি আমেরিকার রাস্তায় ক্যারোলিনা প্রোটসেনকো ভায়োলিনে বাজিয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি বিকৃত ও এডিটেড।
তথ্যসূত্র
Karolina Protsenko Youtube: My Heart Will Go On-Celine Dion-Violin Cover by Karolina Protsenko
Karolina Protsenko biography: karolinaprotsenko.com
Kushmita KC: Teri Mitti | Independence Day 2020 | Kushmita KC | Violin Cover