শুক্রবার, মার্চ 29, 2024
spot_img

Fact Check: গানটির শিল্পী জেইন ভিখা, মাইকেল জ্যাকসন নয়

সম্প্রতি “আল্লাহর ৯৯ টি নাম নিয়ে গাওয়া মাইকেল জ্যাকসনের শেষ গান” শীর্ষক শিরোনামে একটি গানের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচ্য গানটি মাইকেল জ্যাকসনের গাওয়া নয় বরং গানটির মূল শিল্পীর নাম জেইন ভিখা। এছাড়াও ভিডিওটি এডিটেড বা বিকৃত করা।

গানটির লিরিক্স এবং অডিও সার্চের মাধ্যমে দেখা যায় এটি “Towards the Light” নামের মিউজিক অ্যালবামে “Give Thanks To Allah” শিরোনামে ২০০০ সালে প্রথম প্রকাশিত হয়।

গুজবের সূত্রপাত

গানটি মাইকেল জ্যাকসনের গাওয়া দাবিতে সর্বপ্রথম ০৯ মে ২০০৭ সালে Naved Zia নামের একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশিত হয়।

পরবর্তীতে গানটির মূল শিল্পী মাইকেল জ্যাকসন নয় জানতে পেরে তিনি ২০০৯ সালের ৩০ জুনে ইউটিউব ভিডিওটির বর্ণনা পরিবর্তন করে ক্ষমা চেয়েছিলেন।

এছাড়াও, গানটির সাথে জুড়ে দেয়া মাইকেল জ্যাকসনের ভিডিওটি ১৯ জানুয়ারি ১৯৯৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রেসিডেন্সি উদ্বোধনী অনুষ্ঠানে গাওয়া “Gone To Soon” এবং “Heal The World” গান থেকে নেয়া।

উল্লেখ্য, জেইন ভিখা’র ২০১০ সালে প্রকাশিত “A Way Of Life” অ্যালবামেও উক্ত গানটির অস্তিত্ব রয়েছে।

দেখুন এখানে

এ বিষয়ে এএফপি বাংলাদেশও ভিডিওটিকে অসত্য চিহ্নিত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থাৎ, দক্ষিণ আফ্রিকান গীতিকার ও শিল্পী জেইন ভিখা’র গাওয়া গানটিকে বর্তমানে মাইকেল জ্যাকসনের গাওয়া শেষ গান দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: আল্লাহর ৯৯ টি নাম নিয়ে গাওয়া মাইকেল জ্যাকসনের শেষ গান
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img