জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে তারেক রহমানের ফোন দেওয়ার গুজব

সম্প্রতি, ‘জাতীয় পার্টিকে তারেক জিয়ার ফোন, হঠাৎ লোভে পড়ে গেল জিএম কাদের’ শীর্ষক থাম্বনেইল যুক্ত একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হচ্ছে।

জাতীয় পার্টি

ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে তারেক জিয়ার ফোন করার দাবিটি সঠিক নয়। বরং, অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার থাম্বনেইল ব্যবহার করে কয়েকটি ভিন্ন ঘটনার ভিডিও সমন্বয়ের মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের ‍শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে দেখা যায়, ভিডিওটির শুরুতে উপস্থাপক বলেন, ‘সমালোচনার মুখে আওয়ামী লীগের কৃষিমন্ত্রীর পিছুহটা নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন সাংবাদিক মোস্তফা ফিরোজ। এদিকে, নির্বাচন বর্জন নিয়ে কঠিন হুঁশিয়ারী দিলেন তারেক জিয়া।’ এরপর উপস্থাপক পুরো ভিডিওটি দেখার জন্যে দর্শকদের অনুরোধ করে একজন অনলাইন অ্যাক্টিভিস্টের দুটি ভিডিও, ওবায়দুল কাদেরকে জাতীয় পার্টির মহাসচিবের ফোন কল করা নিয়ে প্রকাশিত একটি ভিডিওর কিছু অংশ এবং তারেক রহমানের দেওয়া অনলাইন বিবৃতির একটি ভিডিও দেখান। যার সাথে আলোচিত ভিডিওটি’র থাম্বনেইলে উল্লেখিত দাবিগুলোর সাথে কোনো মিল নেই। 

ভিডিও যাচাই ১

আলোচিত ভিডিওটিতে থাকা প্রথম ভিডিওটির সূত্র অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Voice Bangla নামের একটি ইউটিউব চ্যানেলে গত ২০ ডিসেম্বর ‘একরাতের মধ্যে সব বিএনপি নেতাকে মুক্তি প্রস্তাব’ সমালোচনার মুখে পিছু হটলেন কৃষিমন্ত্রী? I Mostofa শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Youtube

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওর প্রথম ভিডিওটির সাথে উক্ত ভিডিওর ১৩ সেকেন্ড থেকে ৪ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত অংশের হুবহু মিল রয়েছে। 

Video Comparison by Rumor Scanner

তবে উক্ত ভিডিওর কোথাও জাতীয় পার্টির চেয়ারম্যানকে তারেক জিয়ার ফোন করার বিষয়ে কিছু বলা হয়নি। সম্প্রতি কৃষিমন্ত্রীর দেওয়া একটি বক্তব্যকে নিয়ে মূলত এই ভিডিওটি তৈরি করা হয়েছে। 

ভিডিও যাচাই ২

দ্বিতীয় ভিডিওটিও একই অনলাইন অ্যাক্টিভিস্টের হওয়ায় তার Voice Bangla নামক ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে উক্ত চ্যানেলে গত ২১ ডিসেম্বর কেন শেখ হাসিনা নৌকাকে বিজয়ী করতে দেশব্যাপী নির্বাচনী সফর করছেন না? Mostofa Feroz I Voice Bangla শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Youtube

উক্ত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটির সাথে আলোচিত ভিডিওর দ্বিতীয় ভিডিওটির হুবহু মিল রয়েছে। 

Video Comparison by Rumor Scanner

এছাড়াও দেখা যায়, ভিডিওটি মূলত ৫ জেলার নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়ালি বক্তব্য দেওয়াকে নিয়ে তৈরি করা। যার সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

ভিডিও যাচাই ৩

আলোচিত ভিডিওটিতে থাকা তৃতীয় ভিডিওটির সূত্র অনুসন্ধানে ভিডিওতে থাকা BAYANNO.TV লেখা লোগোটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Bayanno TV এর ইউটিউব চ্যানেলে গত ১৭ ডিসেম্বর জাপা মহাসচিবের ফোন কল নিয়ে সাংবাদিকের প্রশ্নে যা বললেন ওবায়দুল কাদের | Obaidul Quader শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Youtube

ভিডিওটি পর্যালোচনা করে আলোচিত ভিডিওতে দেখানো বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের-এর ভিডিওর সাথে হুবহু মিল পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner

কিন্তু উক্ত ভিডিওটি মূলত জাতীয় পার্টির মহাসচিব তাকে ফোন করেছিলেন এই বিষয়ের উপর ভিত্তি করে সাংবাদিকদের সাথে আলোচনা করার একটি ভিডিও। যা আলোচিত দাবির সাথে সম্পর্কিত নয়।

ভিডিও যাচাই ৪ 

সর্বশেষে উপস্থাপক নির্বাচন বর্জন নিয়ে তারেক জিয়া কি হুশিয়ারী দিয়েছেন তা জানাতে তারেক রহমানের একটি ভিডিও দেখান। ভিডিওটির সূত্র অনুসন্ধানে Tarique Rahman এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ২০ ডিসেম্বর ‘ডামি নির্বাচন’ বর্জন এবং ‘অবৈধ সরকার’ এর বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষণা | 20 December 2023 শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওতে দেখানো তারেক রহমানের ভিডিওটির সাথে উক্ত বিবৃতি দেওয়ার ভিডিওটির হুবহু মিল রয়েছে। 

Video Comparison by Rumor Scanner

তবে ভিডিওটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। তিনি মূলত ভিডিওটির মাধ্যমে বর্তমান সরকারের অধীনে নির্বাচন হওয়ার বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন। 

এছাড়াও, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে তারেক রহমানের ফোন দেওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করেছিলেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের একটি ভিডিও প্রচার করে Bayanno TV নামক একটি ইউটিউব চ্যানেল। উক্ত ভিডিওটির সাথে মোস্তফা ফিরোজ নামের একজন অনলাইন অ্যাক্টিভিস্টের দুটি ভিডিও এবং বর্তমান সরকারের অধীনে নির্বাচন বর্জনের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশের মাধ্যমে তারেক রহমানের অসহযোগ আন্দোলন ঘোষণার ভিডিও যুক্ত করে অধিক ভিউ পাওয়ার আশায় ‘জাতীয় পার্টিকে তারেক জিয়ার ফোন, হঠাৎ লোভে পড়ে গেল জিএম কাদের’ শীর্ষক চটকদার থাম্বনেইল যুক্ত আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিগুলোর সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ‘জাতীয় পার্টিকে তারেক জিয়ার ফোন, লোভে পড়ে গেল জিএম কাদের’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img