সম্প্রতি, বিপিএলে ফরচুন বরিশালের ক্রিকেটার তামিম ইকবাল অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের বিষয়ে মন্তব্য করেছেন দাবিতে এই ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দাবি করা হচ্ছে, লাইভে এসে তামিম বলেছেন, “ম্যাক্সওয়েলের মতো প্রতারক ব্যাটসম্যান আমাদের দরকার নেই।”
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি এই ভিডিওটি দেখা হয়েছে ২ লক্ষ ৩০ হাজার বারেরও বেশি। ভিডিওটিতে ২১ হাজার একশত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে।
একই ভিডিও ফেসবুকে দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তামিম ইকবাল গ্লেন ম্যাক্সওয়েলকে প্রতারক আখ্যা দিয়ে লাইভে এসে কোনো মন্তব্য করেননি বরং তামিমের ফেসবুক পেজে পূর্বে ভিন্ন ঘটনায় প্রকাশিত ভিডিওর ক্লিপ যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে ভিডিওতে প্রচারিত আলোচিত দাবি নিয়ে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবির সত্যতা পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ভিডিওটিতে প্রচারিত ক্লিপগুলোর বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম।
ভিডিও যাচাই ০১
অনুসন্ধানে তামিম ইকবালের ফেসবুক পেজে ২০২১ সালের পহেলা সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর একটি অংশই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে যুক্ত করা হয়েছে।
ভিডিও থেকে জানা যায়, তামিম ইকবাল টি২০ বিশ্বকাপ ২০২১ না খেলার বিষয়ে কথা বলেন। তবে এই ভিডিওতে তিনি গ্লেন ম্যাক্সওয়েলের বিষয়ে কোনো কথা বলেননি।
ভিডিও যাচাই ০২
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে তামিমের একই ফেসবুক পেজে ২০২২ সালের ১৪ মার্চ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনের একটি অংশই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে যুক্ত করা হয়েছে।
উক্ত ভিডিওতে তামিম ইকবাল বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রথমবার বিশ্বকাপে জয়ী হওয়ায় অভিনন্দন জানান।
মূলত, ২০২১ সালের সেপ্টেম্বরে তামিম ইকবাল তার অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিও প্রকাশ করে সে বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ না খেলার বিষয়ে কথা বলেন। এছাড়া, ২০২২ সালে তার ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রথমবার বিশ্বকাপে জয়ী হওয়ায় অভিনন্দন জানান তিনি। সম্প্রতি, এই ভিডিও ক্লিপগুলো ব্যবহার করে সেগুলো ডিজিটাল প্রযুক্তির সাহায্যে একত্র করে তামিম ইকবাল গ্লেন ম্যাক্সওয়েলকে প্রতারক বলেছেন দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, পুরোনো ও ভিন্ন ঘটনায় তামিম ইকবালের ভিডিও ফুটেজ ব্যবহার করে তিনি গ্লেন ম্যাক্সওয়েলকে প্রতারক বলেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Tamim Iqbal – Facebook Post
- Tamim Iqbal – Facebook Post
- Rumor Scanner’s own investigation