শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত কথিত লবিস্টের সাথে আইসিসিতে যাওয়ার বানোয়াট তথ্য প্রচার

সম্প্রতি ‘নেদারল্যান্ডস ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট পরিদর্শন সহ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত লবিস্ট ড্রোসোফিলা হর্তিকের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত নেদারল্যান্ডস ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে  বিশেষ নিরাপত্তায় পৌঁছেছি’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত কথিত লবিস্ট ড্রোসোফিলা হর্তিকের সাথে আলোচনার জন্য কথিত তামান্না আক্তার ইয়াসমানের নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার নয় বরং, আমস্টারডামে ন্যাশনাল হলোকাস্ট মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগের উপস্থিতির প্রতিবাদের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ইরানি বংশোদ্ভূত সুইডিশ লেখক Trita Parsi এর এক্স হ্যান্ডেলে ২০২৪ সালের ১০ মার্চ প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner 

পোস্টটির বিবরণী থেকে জানা যায়, এটি নেদারল্যান্ডসের আমস্টারডামে ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগের আগমনে প্রতিবাদের চিত্র। 

উক্ত সূত্র ধরে নেদারল্যান্ডসের গণমাধ্যম Dutch News এর ওয়েবসাইটে ২০২৪ সালের ১০ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে একই ধরনের চিত্র ও তথ্য পাওয়া যায়। 

এছাড়া, প্রচারিত পোস্টে উল্লিখিত ‘ড্রোসোফিলা হর্তিক’ নামক ব্যক্তি বা কোনো লবিস্টের তথ্য ওপেন সোর্সে খুঁজে পাওয়া যায়নি। 

উল্লেখ্য, Tamanna Akhter Yesman নামে পরিচালিত এই ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া। সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমিরর ছবি ব্যবহার করে এই ভুয়া অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা নিয়ে গত ১৯ জুন বিস্তারিত ফ্যাক্টস্টোরি প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, কথিত লবিস্ট ড্রোসোফিলা হর্তিকের সাথে আলোচনার জন্য এক নারীর আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার ভিডিও দাবিতে আমস্টারডামে ন্যাশনাল হলোকাস্ট মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগের উপস্থিতির প্রতিবাদের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img