তাহেরী ও আহমাদুল্লাহ একই ম্যাচে ক্রিকেট খেলেননি, দুইটি ভিডিও জোড়া লাগিয়ে অপপ্রচার

সম্প্রতি, ইসলামী বক্তা মাওলানা গিয়াস উদ্দীন তাহেরী এবং ইসলামিক স্কলার মাওলানা শায়খ আহমাদুল্লাহর মধ্যে রাসূল বিষয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে। এর প্রেক্ষিতে এই দুই ব্যক্তি একসাথে ক্রিকেট খেলেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মাওলানা তাহেরী বল করছেন এবং অন্যদিকে শায়খ আহমাদুল্লাহ ব্যাট করছেন।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাওলানা তাহেরী এবং শায়খ আহমাদুল্লাহ ভাইরাল ভিডিওতে একসাথে ক্রিকেট খেলেছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, তাদের দুইজনের আলাদা আলাদা ক্রিকেট খেলার দুইটি ভিডিওকে প্রযুক্তির সাহায্যে একত্রিত করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিও পর্যবেক্ষণ করে ভিডিওতে মাওলানা তাহেরীর বল করার দৃশ্য এবং শায়খ আহমাদুল্লাহ’র ব্যাটিং করার দৃশ্যে অসামাঞ্জস্যতা চোখে পড়ে। মাওলানা তাহেরীর বল করার দৃশ্যে দেখা যায়, তিনি একটি মসজিদ, মাদরাসা বা কোনো ঈদগাহের মাঠে ক্রিকেট খেলছেন আর শায়খ আহমাদুল্লাহর ব্যাটিং করার দৃশ্যে বিল্ডিংয়ের সামনে চলাফের করার রাস্তায় ব্যাট করছেন। অর্থাৎ, ভিডিওতে দেখানো মাওলানা তাহেরী বল করা এবং শায়খ আহমাদুল্লাহর ব্যাট করার দৃশ্য আলাদা আলাদা স্থানের বলে প্রতীয়মান হচ্ছে। 

প্রচারিত ভিডিওতে মাওলানা ‍গিয়াস উদ্দীন আত তাহেরীর বল করার ফুটেজটি খুঁজে পাওয়া যায় ‘The Speech’ নামের একটি ফেসবুক পেজে। পেজটিতে ২০২৩ সালের ০৩ সেপ্টেম্বর মূল ভিডিওটি আপলোড করা হয়।   

Screenshot: Facebook 

৩ মিনিট ২৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মাওলানা তাহেরী কিছু ছোট ছোট বাচ্চাদের মধ্যে থেকে একজনকে টাকা দিয়ে ক্রিকেট খেলার জন্য বল কিনে আনার জন্য পাঠান। বল কিনে আনলে বলটিতে টেপ পেচিয়ে মাওলানা তাহেরীকে ব্যাটিংয়ে দাড়ানো একজনকে বল করতে দেখা যায়। শেষে ছোট বাচ্চাদের কিছু শিক্ষামূলক উপদেশ দেন। কিন্তু ভিডিওর কোথাও শায়খ আহমাদুল্লাহকে দেখা যায়নি। 

আলোচিত ভিডিওতে শায়খ আহমাদুল্লাহ’র ব্যাট করার দৃশ্যটি অন্তত ২০২২ সাল থেকেই অনলাইনে রয়েছে। সবচেয়ে পুরোনো ভিডিওটি Akram নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২২ সালের ১১ আগস্ট ‘শায়খ আহমাদুল্লাহ ক্রিকেট খেলা,Sheikh ahmadullah’ (আর্কাইভ) শিরোনামে পাওয়া যায়।

Screenshot: Facebook 

ভিডিওটিতে দেখা যায় শায়খ আহমাদুল্লাহ ব্যাট করছেন। কিন্তু কে বল করছেন তা ভিডিওতে দেখানো হয়নি। ব্যাট করতে গিয়ে হঠাত একটি বল স্ট্যাম্পের সাথে লাগলে তিনি আউট হয়েছেন মনে করে ব্যাট দিয়ে দিতে গেলে খেলার মধ্যে একজনকে বলতে শোনা যায়, “বেল পরবেনা এটাই।” (অর্থাৎ, আউট হননি) তিনি আবার ব্যাটিং করেন এবং পরে আউট হয়ে যান। আর ভিডিও এখানে শেষ হয়।

অর্থাৎ, আলোচিত ভিডিওতে মাওলানা তাহেরীর বল করার দৃশ্য ও শায়খ আহমাদুল্লাহ’র ব্যাট করার দৃশ্য ভিন্ন ভিন্ন দুটি স্থানের এবং আলোচিত ভিডিওতে দেখানো ফিল্ডিংয়ে থাকা খেলোয়াড় ও আশেপাশের পরিবেশও সম্পূর্ণ আলাদা।

মূলত, ইন্টারনেটে মাওলানা ‍গিয়াস উদ্দীন আত তাহেরী এবং শায়খ আহমাদুল্লাহ’র ক্রিকেট খেলার একটি ভিডিও প্রচার করা হয়েছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রকৃতপক্ষে মাওলানা তাহেরী এবং শায়খ আহমাদুল্লাহ’র আলাদা আলাদা ক্রিকেট খেলার ভিডিওকে প্রযুক্তির সাহায্যে একত্রিত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

সুতরাং, ইসলামী বক্তা তাহেরী এবং ইসলামী স্কলার আহমাদুল্লাহ’র ভিন্ন দুইটি ক্রিকেট খেলার ভিডিও জোড়া দিয়ে তারা একসাথে ক্রিকেট খেলেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।  

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img