সুধা মূর্তির সবজি বিক্রি করার দাবিটি সত্য নয়

সম্প্রতি, “সুধা মূর্তি প্রতিদিন একটা সময় করে সব্জি বিক্রি করেন,এবং প্রতিদিন ফুটপাতের পাশে বসে নিজের অর্জিত অর্থ দিয়ে রান্না করে প্রচুর দরিদ্র মানুষ কে খাওয়ান।” শীর্ষক দাবিতে একটি কোলাজ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

যা দাবি করা হচ্ছে

গোল্ড মেডেলিস্ট ইঞ্জিনিয়ার, পদ্মশ্রী পদকপ্রাপ্ত এবং ভারতীয় ব্যবসায়ীর নারায়ণ মূর্তির সুধা মূর্তি। তিনি প্রতিদিন একটা সময় করে সবজি বিক্রি করেন এবং প্রতিদিন ফুটপাতের পাশে বসে নিজের অর্জিত অর্থ দিয়ে রান্না করে অনেক দরিদ্র মানুষকে খাওয়ান। শুধুমাত্র নিজের ইগো, নিজেকে বড়ো ভাবা কন্ট্রোল করার জন্য, সমাজের দরিদ্র মানুষগুলোর দুঃখগুলো বোঝার জন্য তিনি এমনটা করেন।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন, পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপারসন সুধা মূর্তি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে সবজি বিক্রি করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে সুধা মূর্তি কখনো সবজি বিক্রি করেননি। এছাড়া, উক্ত দাবিতে প্রচারিত ছবিটি ভারতের জয়নগরের রাঘবেন্দ্র মঠে স্বেচ্ছাসেবী হিসেবে কাজের সময়ের তোলা।

ছবি যাচাই ০১

অনুসন্ধানের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম ‘Timesnownews’ এ ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর প্রকাশিত “Sudha Murty is not selling vegetables in this viral picture. Know the truth here” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের ছবির সাথে উক্ত দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner

প্রতিবেদনটি থেকে জানা যায়, সুধা মূর্তি প্রতি বছর তিন দিনের জন্য ভারতের জয়নগরের রাঘবেন্দ্র মঠে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। সেসময় তিনি সবজির মাঝে বসে সেগুলোকে খাবারের জন্য প্রস্তুত করছিলেন।

বিষয়টি আরও অধিকতর নিশ্চিত করার জন্য ভারতীয় গণমাধ্যম ‘News 18’ এ ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর “Seen Viral Image of Sudha Murthy ‘Selling’ Vegetables at Temple? This is The Story Behind it” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনে সুধা মূর্তির দেওয়া একটি সাক্ষাতকার খুঁজে পাওয়া যায়।

Screenshot from News 18

প্রতিবেদনটিতে আইএএনএস এর বরাতে দেওয়া একটি সাক্ষাতকারে সুধা মূর্তি বলেন, এমন ভুয়া খবরের জন্য আলোচনায় আসায় তিনি লজ্জিত।

তিনি বলেন, ‘আমি সেখানে সবজি বিক্রি করতে বসে ছিলাম না। আমি সেখানে মঠে ছিলাম, সবজি বিক্রি করতে না। এটি আমার কাছে খুব ভালো লাগে। ভারতের জয়নগরের রাঘবেন্দ্র মঠে বাৎসরিক তিন দিনের জন্য সেবা করতে আমি ফল গুলোর মাঝখানে বসেছিলাম যাতে করে আমি ভালো ভালো বেঁছে নিয়ে রান্না করতে পারি।’

ছবি যাচাই ০২

অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘ Business Today’ এ গত ১০ মার্চ “Sitting on the floor, preparing ‘pongala’: Sudha Murty’s humble avatar in this pic has gone viral” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ছবর সাথে উক্ত দাবিতে প্রচারিত ২য় ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner

প্রতিবেদন থেকে জানা যায়, সুধা মুর্তি তিরুবনন্তপুরমের আট্টুকাল ভগবতী মন্দিরে পোংগালা উৎসবের খাবার পোংগালা নামক খাবার রান্না করছিলেন।

মূলত, ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপারসন সুধা মূর্তি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে সবজি বিক্রি করেন দাবিতে উনার কোলাজ ছবিসহ একটি তথ্য ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায় সুধা মূর্তি সবজি বিক্রি কখনো সবজি বিক্রি করেননি বরং ভারতের জয়নগরের রাঘবেন্দ্র মঠে বাৎসরিক তিন দিনের সেচ্ছাসেবীর ভুমিকায় কাজের সময়ের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, পূর্বে সুধা মূর্তির জীবনের গল্প দাবিতে মিথ্যা তথ্য প্রচার করা হলে তা শনাক্ত করব ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।

সুতরাং, সুধা মূর্তির স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার ছবিকে সবজি বিক্রি করছেন দাবিতে প্রচার করায়া হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img