সম্প্রতি, কানাডা সরকার ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-কে নিষিদ্ধ ঘোষণা করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে ( আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কানাডা সরকার ভারতের হিন্দু জাতীয়তাবাদী স্বেচ্ছা-সেবক আধাসামরিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-কে নিষিদ্ধ ঘোষণা করেনি। প্রকৃতপক্ষে, সম্প্রতি কানাডায় শিখ নেতা হত্যাকাণ্ডের তদন্তে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে কানাডার একটি স্বাধীন সংস্থা ন্যাশনাল কাউন্সিল অফ কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম) এবং ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন অফ কানাডার দেওয়া যৌথ এক বিবৃতির কিছু অংশকে কাট করে কানাডা সরকারের বিবৃতি দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে NCCMtv নামের একটি ইউটিউব চ্যানেলে NCCM CEO Stephen Brown Calls for Action in Response to Alleged Assassination of Sikh Man in Canada শীর্ষক শিরোনামে গত ২০ সেপ্টেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির ৪ মিনিট ৫৭ সেকেন্ড থেকে ৫ মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত অংশটুকু আলোচিত ভিডিওটির সাথে হুবহু মিল রয়েছে। যেখানে ভিডিওতে থাকা ব্যক্তিটিকে চারটি দাবি পেশ করতে শোনা যায়; অবিলম্বে ভারতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়া, কানাডায় ভারতীয় রাষ্ট্রদূত, হাইকমিশনার শ্রী সঞ্জয় কুমার ভার্মাকে বহিষ্কার, ভারত এবং কানাডার মধ্যে বাণিজ্য আলোচনার উপর একটি আনুষ্ঠানিক স্থগিত এবং RSS-কে অবিলম্বে নিষিদ্ধ করা এবং কানাডা থেকে এর এজেন্টদের অপসারণ করা।
পরবর্তীতে ভিডিওর Description পর্যালোচনার মাধ্যমে জানা যায়, আলোচিত ভিডিওটি মূলত কানাডার খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার-এর হত্যার প্রতিক্রিয়ায় কানাডা সরকারকে নিদির্ষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ন্যাশনাল কাউন্সিল অফ কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম) এবং ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন অফ কানাডার দেওয়া এক যৌথ বিবৃতির ভিডিও।
এছাড়াও ভিডিওতে বিবৃতিটি পাঠ করে শোনানো ব্যক্তির নাম স্টিফেন ব্রাউন। তিনি ন্যাশনাল কাউন্সিল অফ কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম) নামক এনজিওটির সিইও। উক্ত সংস্থাটির ওয়েবসাইট থেকে জানা যায়, এটি একটি স্বাধীন এবং নির্দলীয় এনজিও।
পরবর্তী অনুসন্ধানে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসন্ধান এবং প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশী-বিদেশী কোনো গণমাধ্যমে কানাডা সরকারের আরএসএস-এর উপর নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, কানাডায় ভারতীয় হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-কে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে প্রচারিত ভিডিওর ব্যক্তি স্টিফেন ব্রাউনের সাথে কানাডা সরকারের কোনো সম্পর্ক নেই।
মূলত, গত ১৮ জুন কানাডায় একটি শিখ উপাসনালয়ের সামনে কানাডার খালিস্তান টাইগার ফোর্স (KTF)-এর প্রধান হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যার জন্য সরাসরি ভারতকে দায়ী করেন। কিন্তু ভারত তার অভিযোগ অস্বীকার করে। যার পর থেকেই কানাডাসহ বিভিন্ন দেশে বসবাসকারী শিখদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর কানাডার অটোয়া শহরে হাউস অফ কমন্স-এ কানাডার ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশনের সভাপতি মুখবীর সিং এবং ন্যাশনাল কাউন্সিল অফ কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম)-এর সিইও স্টিফেন ব্রাউন এক যৌথ বিবৃতি দেন। যেখানে চারটি দাবি পেশ করেন তারা। যার সর্বশেষ দাবিটি ছিল অবিলম্বে কানাডায় RSS-কে নিষিদ্ধ করা এবং কানাডা থেকে এর এজেন্টদের অপসারণ করা। এরপর থেকেই কানাডা সরকার আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত দাবি চারটির ভিডিও প্রচার করা হচ্ছে।
সুতরাং, কানাডা সরকার কর্তৃক ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-কে নিষিদ্ধ ঘোষণা করার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- NCCMtv Youtube Channel: (19) NCCM CEO Stephen Brown Calls for Action in Response to Alleged Assassination of Sikh Man in Canada – YouTube
- NCCM Website: NCCM – National Council of Canadian Muslims | About Us
- Rumor Scanner’s Own Analysis