ডিভোর্স পেপারে বুবলীর স্বাক্ষরের বিষয়ে আরটিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি 

গেল প্রায় দুই বছরের বেশি সময় ধরে চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর সম্পর্ক ঘিরে গুঞ্জন চলছে। গত বছরের ০৩ অক্টোবর বুবলী এক ফেসবুক পোস্টে জানান, তিনি শাকিব খানকে ২০১৮ সালে বিয়ে করেছেন এবং তিনি ২০২০ সালে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সপ্তাহখানেক পরই গণমাধ্যমের খবরে বলা হয়, তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। সম্প্রতি, বুবলীর ছবি সম্বলিত বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে দাবি করা হচ্ছে, বুবলী ডিভোর্সের কাগজে স্বাক্ষর করেছেন।  

ডিভোর্স

উক্ত ফটোকার্ড ব্যবহার করে প্রচারিত ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বুবলী শাকিব খানকে ডিভোর্স দিয়ে ডিভোর্সের কাগজে স্বাক্ষর করেছেন শীর্ষক দাবিতে আরটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং আলোচিত এই ফটোকার্ডটি আরটিভির ডিজাইনের আদলে সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ড পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে সংবাদটি প্রচারের তারিখ উল্লেখ করা হয়েছে ১৬ ডিসেম্বর ২০২৩। 

Screenshot: Facebook Claim 

পরবর্তীতে ১৬ ডিসেম্বর আরটিভি এমন কোনো সংবাদ প্রকাশ করেছে কি না সে বিষয়ে অনুসন্ধানে আরটিভি’র ওয়েবসাইট, ভেরিফাইড ফেসবুক পেজ এবং আরটিভি’র ইউটিউব চ্যানেলে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিতে প্রচারিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তাছাড়া, আরটিভি’র ফটোকার্ডে ব্যবহৃত ফন্ট এবং আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের মধ্যেও পার্থক্য রয়েছে। 

Photocard Comparison by Rumor Scanner

এ বিষয়ে জানতে আরটিভির অনলাইন ইনচার্জ বিপুল হাসানের কথা বলেছে রিউমর স্ক্যানার টিম। তিনি রিউমর স্ক্যানারকে জানান, এ ধরনের নিউজ আমরা করিনি। আমাদের নাম ব্যবহার করে হয়তো কেউ প্রচার করছে। আমাদের চোখে যেগুলো পড়ে সেগুলো আমরা ফেসবুক পেজে পোস্ট দিয়ে থাকি৷

এরপর, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত চলচ্চিত্র নায়িকা বুবলীর ছবির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। বুবলীর ভেরিফাইড ফেসবুক পেজে ২০২১ সালের ৩১ ডিসেম্বর ১৩ টি ছবি সংযুক্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। সেখানে আলোচিত ছবিটিও রয়েছে।

Image Comparison: Rumour Scanner 

পোস্টের ক্যাপশনে বলা হয়, আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেডের হাইজিন প্রোডাক্ট ‘ফ্লাই’ স্যানিটারি ন্যাপকিনের সাথে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এই ব্র্যান্ডটি নারীর ভেতরে লুকিয়ে থাকা আত্মবিশ্বাস জাগ্রত করবে। চ্যালেঞ্জ মোকাবিলা করে নারীকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্র তৈরি করবে। একই সঙ্গে নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে। 

অর্থাৎ, বুবলীকে যে কাগজটিতে স্বাক্ষর করতে দেখা যাচ্ছে তা কোনো ডিভোর্সের কাগজ নয়। 

মূলত, গত বছরের ৩ অক্টোবর চলচ্চিত্র নায়িকা বুবলীর দেওয়া একটি পোস্টের মাধ্যমে শাকিব- বুবলীর বিয়ে এবং সন্তানের খবর সামনে আসে। পরবর্তীতে, সেই বছরই তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে বলে সংবাদ প্রকাশ করে গণমাধ্যম। সম্প্রতি, অবশেষে ডিভোর্স পেপারে সাইন করলো বুবলী- শীর্ষক শিরোনামে আরটিভি’র ফটোকার্ডের ডিজাইন সম্বলিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সম্প্রতি আরটিভি এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি ২০২১ সালে একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে চুক্তি স্বাক্ষরের সময় তোলা। 

সুতরাং, অবশেষে ডিভোর্স পেপারে সাইন করলো বুবলী- শীর্ষক শিরোনামে আরটিভি ফটোকার্ড প্রকাশ করেছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img