প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের পদত্যাগের ঘোষণার গুজব

সম্প্রতি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে “সেনাবাহিনীর ভয়ে ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দিলো প্রধান নির্বাচন কমিশনার, তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা” শীর্ষক শিরোনামে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে একটি ভিডিও প্রচার করা হয়েছে। 

নির্বাচন

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

পরবর্তীতে উক্ত ইউটিউব ভিডিওটি বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকেও পোস্ট করা হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে ( আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের পদত্যাগ কিংবা তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা বিষয়ক কোনো ঘটেনা ঘটেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিন্ন ঘটনার একটি ভিডিও ক্লিপ যুক্ত করে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবি সম্বলিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আসলেই পদত্যাগ করেছেন কিংবা দেশে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করা হয়েছে কিনা তা জানতে গুগলে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো সূত্রে এমন কোনো  তথ্য খুঁজে পাওয়া যায়নি বরং তিনি আজ (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।

অর্থাৎ, প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেননি।

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ২ মিনিট ৪৮ সেকেন্ডের এই ভিডিওটিতে আলোচিত দাবিটি প্রসঙ্গে একটি ভিডিও দেখানো হয়।

ভিডিওটি নিয়ে অনুসন্ধানে ভিডিওটিতে উল্লেখিত ব্যানারের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে আজ (১৫ নভেম্বর) দৈনিক স্বাধীন বাংলার ফেসবুক পেজে “নির্বাচন কমিশন অভিমুখে ইসলামী আন্দোলনের গ ণ মি ছি ল” শীর্ষক শিরোনামে সরাসরি সম্প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটিতে থাকা ব্যানার এবং মিছিলে থাকা ব্যাক্তিদের সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

Video Comparison : Rumor Scanner

ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে এর প্রতিবাদে ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

অর্থাৎ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উক্ত ভিডিওটি কোনো প্রকার প্রাসঙ্গিকতা ছাড়াই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে।

মূলত, আগামী ৭ জানুয়ারী রবিবার সন্ধ্যা ৭ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ জানিয়ে আজ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। উক্ত নির্বাচনী তফসিল ঘোষণার বিষয়কে কেন্দ্র করে তসফিল ঘোষণার পূর্বে আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিলের আয়োজন করে। পরবর্তীতে উক্ত  গণমিছিলের একটি ভিডিওর সাথে থাম্বনেইলে প্রধান নির্বাচন কমিশনার ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং তত্ত্বাবধায়ক সরকার ঘোষনা করা হয়েছে শীর্ষক দাবি যুক্ত করে ইউটিউবে একটি ভিডিও প্রচার করা হয়। প্রকৃতপক্ষে অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার থাম্বনেইলে কোনো প্রকার প্রাসঙ্গিক তথ্যসূত্র ছাড়াই আলোচিত ভিত্তিহীন দাবিটি প্রচার করা হয়েছে। 

সুতরাং, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা হওয়ার দাবিতে ইন্টারনেট প্রচারিত বিষয়টি মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img