সৌদি আরবের আকাশে আল্লাহর নাম ভেসে উঠেছে দাবিতে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, সৌদি আরবের আকাশে আল্লাহ তা’আলার নাম ভেসে উঠেছে দাবিতে ‘সৌদি আরবের আকাশে মহান আল্লাহর পবিত্র নাম ভেসে উঠেছে’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

আল্লাহর

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত উক্ত দাবির একটি ভিডিওই দেখা হয়েছে প্রায় ২৭ লাখ ১৫ হাজার ১৩১ বার। এছাড়াও ভিডিওটিতে প্রায় ৩ লাখ ৩ হাজার ৯৬৬ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ১৩ হাজার ৯৬২ বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সৌদি আরবের আকাশে আল্লাহর নাম ভেসে উঠার দাবিটিসঠিক নয় বরং মুসলিম সম্প্রদায়ের পবিত্র কাবা শরীফের সন্নিকটে অবস্থিত আবরাজ আল-বাইত মেগা বিল্ডিং কমপ্লেক্স যা মক্কা রয়েল ক্লক টাওয়ার হোটেল নামে পরিচিত সেটির এলইডি সজ্জিত ঘড়ির নিচে এলইডি লাইটের মাধ্যমে লেখা পবিত্র কোরআনের আয়াতকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিও ক্লিপটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Abbudiary একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৩ জানুয়ারি Makkah clock tower night view শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ইউটিউব ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Youtube

ভিডিওটি পর্যবেক্ষণ করে লক্ষ্য করা যায়, আলোচিত ভিডিওতে দেখানো স্থাপনার সাথে উক্ত স্থাপনার হুবহু মিল রয়েছে। তবে আলোচিত ভিডিওটিতে স্থাপনাটিতে এক এলইডি লাইট সজ্জিত ঘড়ি এবং ঘড়ির নিচে এলইডি লাইটের মাধ্যমে লেখা পবিত্র কোরআনের আয়াত থাকলে উক্ত স্থাপনায় তা অনুপস্থিত।

Video Comparison by Rumor Scanner 

ক্লক টাওয়ারটি সুক্ষভাবে পর্যলোচনা করলে লক্ষ্য করা যায় যে, আলোচিত ভিডিওটিতে সৌদি আরবের আকাশে আল্লাহ তা’আলার নাম ভেসে ওঠার দাবিতে যে লেখাটিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে তার সাথে ক্লক টাওয়ারের লেখাগুলোর হুবহু মিল রয়েছে। দুই স্থানেই লেখাগুলোর রং এবং অবস্থান একই জায়গায়। প্রকৃতপক্ষে, অস্পষ্ট আবহাওয়ার কারণে আলোচিত ভিডিওটিতে মক্কার ক্লক টাওয়ারটি দেখা যাচ্ছে না। 

পরবর্তীতে উক্ত টাওয়ারের গায়ে কি লেখা রয়েছে তা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট alluringworld এ মক্কার ক্লক টাওয়ার সম্পর্কিত তথ্যবহুল একটি প্রতিবেদন খুজে পাওয়া যায়।

Screenshot: Alluring World

প্রতিবেদনটি থেকে জানা যায়, পবিত্র কাবা শরীফের সন্নিকটে অবস্থিত ক্লক টাওয়ারটির নাম আবরাজ আল-বাইত যা মক্কা রয়েল ক্লক টাওয়ার হোটেল নামেও পরিচিত। এই সুউচ্চ মেগা বিল্ডিং কমপ্লেক্সটি দেশটির সরকার দ্বারা নিয়ন্ত্রিত। যাতে বেশ কয়েকটি হোটেল এবং শপিং সেন্টার অবস্থিত রয়েছে।

Screenshot: Alluring World

এছাড়াও জানা যায়, আল্লাহর নামের পাশাপাশি ক্লক টাওয়ারটির উত্তর ও দক্ষিণ সাইডের উপরের অংশে আরবি ভাষায় ‘আল্লাহ মহান’ এবং পূর্ব ও পশ্চিম সাইডে মুসলমানদের পবিত্র কোরআনের বাণী লেখা রয়েছে। যা কয়েক মিলিয়ন সবুজ এলইডি লাইটের সাহায্যে রাতে উজ্জল হয়ে ওঠে। 

পরবর্তীতে আবরাজ আল-বাইত ক্লক টাওয়ারটির একটি ছবি গুগল লেন্সের সহায়তায় ট্রান্সলেট করে দেখা যায় আলোচিত ভিডিওটিতে ক্লক টাওয়ারটির যে অংশ দেখা যাচ্ছিল সেখানে আল্লাহ তা’আলার নামের নিচে ‘আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন’ শীর্ষক লেখাটি রয়েছে। যেটি আলোচিত ভিডিওতে ফুটে উঠেছে।

Image: Rumor Scanner.

মূলত, সৌদি আরবের আকাশে আল্লাহর নাম ভেসে উঠেছে দাবিতে একটি ভিডিও সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, মুসলিম সম্প্রদায়ের পবিত্র কাবা শরীফ সংলগ্ন আবরাজ আল-বাইত বিল্ডিং কমপ্লেক্সের ক্লক টাওয়ারে এলইডি লাইটের মাধ্যমে লেখা কোরআনের আয়াতকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। বিরূপ আবহাওয়ার কারণে ক্লক টাওয়ারটির স্থাপনার পরিবর্তে শুধুমাত্র এলইডি সজ্জিত কোরআনের আয়াত লেখাটি দেখতে পাওয়ায় আলোচিত দাবিটি ছড়িয়ে পড়েছে।

সুতরাং, সৌদি আরবের আকাশে আল্লাহর নাম ভেসে উঠেছে দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img