বিশ্বকাপে পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচে ইলেকট্রনিক স্কোরবোর্ড না থাকার গুজব 

সম্প্রতি, “পাকিস্তান vs নেদারল্যান্ডস ম্যাচে স্কোরবোর্ড,নেই কোন ইলেকট্রনিক বোর্ড এটাই হলো ভারত, এর থেকে বাংলাদেশ আয়োজন হলে ভালো হতো” শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

নেদারল্যান্ডস

অর্থাৎ দাবি করা হচ্ছে, বিশ্বকাপের এই ম্যাচে মাঠে কোনো ইলেকট্রনিক স্কোরবোর্ড ছিল না। যার ফলে মানবচালিত স্কোরবোর্ড দিয়েই কার্যক্রম চালানো হয়েছে।

উক্ত দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন- অনফিল্ড (ইউটিউব)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতে চলমান বিশ্বকাপ ক্রিকেটে  গত ৬ অক্টোবর অনুষ্ঠিত পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচে স্টেডিয়ামে কোনো ইলেকট্রনিক স্কোরবোর্ড না থাকার দাবিটি সঠিক নয় বরং উক্ত ম্যাচে ইলেকট্রনিক স্কোরবোর্ড ছিল। তবে প্রযুক্তিগতস মস্যার কারণে কিছুক্ষণের জন্য টিভি স্ক্রিনে স্কোরবোর্ড দেখা যায়নি। তা থেকেই আলোচিত দাবির সূত্রপাত। 

দাবিটির সত্যতা যাচইয়ে অনুসন্ধানের শুরুতে গত ৬ অক্টোবর আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে “Pakistan v Netherlands। Urdu Highlights। CWC23” শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত ম্যাচের হাইলাইটস ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot Collage by Rumor Scanner 

উক্ত হাইলাইটস ভিডিওতে স্টেডিয়ামে থাকা ইলেকট্রনিক স্কোরবোর্ড দেখতে পাওয়া যায়। 

এছাড়া, বিশ্বকাপের কোনো ম্যাচে স্টেডিয়ামে ইলেকট্রনিক স্কোরবোর্ড না থাকা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এরকম কোনো ঘটনা ঘটলে সেটি অবশ্যই আন্তর্জাতিক ও দেশীয় মূলধারার গণমাধ্যমে প্রকাশ হতো। অনুসন্ধানে দেশীয় এবং আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম ‘Latestly’ এর ওয়েবসাইটে গত ৬ অক্টোবর “No Scorecard During PAK vs NED ICC Cricket World Cup 2023 Match! Fans Irked After Digital Scoreboard on Broadcast Temporarily Disappears Due to Technical Glitch” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তান বনাম নেদারল্যান্ডস আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ম্যাচটিতে প্রযুক্তিগত সমস্যার কারণে কিছুক্ষনের জন্য ইলেকট্রনিক স্কোরবোর্ড বন্ধ হয়ে যায়। কিন্তু পরবর্তীতে  এটি ঠিক করা হয়। 

মূলত, গত ৬ অক্টোবর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর দ্বিতীয় ম্যাচে হায়দারবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে পাকিস্তান এবং নেদারল্যান্ডস মুখোমুখি হয়। উক্ত ম্যাচে প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু সময়ের জন্য ইলেকট্রনিক স্কোরবোর্ড কাজ করছিল না। আর এ বিষয়টিকে কেন্দ্র করেই ইলেকট্রনিক স্কোরবোর্ড অচল থাকাকালীন সময়ের একটি ভিডিও প্রচার করে পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচে কোনো ইলেকট্রনিক স্কোরবোর্ড না থাকার ভুয়া দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

সুতরাং, পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচে কোনো ইলেকট্রনিক স্কোরবোর্ড ছিল না দাবিতে ইন্টারনেটে প্রচারিত বিষয়টি মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img