সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ‘আমার নামে চাঁদাবাজি করলে আমায় দিতে হবে অর্ধেক কমিশন। ভিডিও বার্তায় বললেন নজরুল’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসিফ নজরুল এমন কোনো মন্তব্য করেননি এবং কালবেলা বা অন্য কোনো মূলধারার গণমাধ্যমও এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, কালবেলার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডটির ডিজাইনের সাদৃশ্য রয়েছে। এছাড়া, ফটোকর্ডটিতে এটি প্রকাশের তারিখ হিসেবে ২৮ সেপ্টেম্বর, ২০২৪ উল্লেখ করা রয়েছে।
দাবির সত্যতা যাচাইয়ে কালবেলা এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেছে কিনা সে বিষয়ে জানতে কালবেলার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও কালবেলার ওয়েবসাইট, ইউটিউবে চ্যানেল বা অন্য কোনো মূলধারার গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, কালবেলা’র ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টে ভিন্নতা পরিলক্ষিত হয়। তবে, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটিতে থাকা ছবি ও ফটোকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের সাথে গত ২৮ সেপ্টেম্বর কালবেলা’র ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ড সম্বলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে অবৈধ সুযোগ নেওয়ার চেষ্টা করলে এবং তার নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করতে চাইলে পুলিশে ধরিয়ে দিতে অনুরোধ জানিয়েছেন তিনি। মামলা করে তার ফেসবুকে মামলার কপি পাঠালে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। শনিবার (২৮ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।’
পরবর্তীতে, আসিফ নজরুলের ফেরিফাইড ফেসবুকে পেজ পর্যবেক্ষণ করে ২৮ তারিখের ভিডিও বার্তাটি খুঁজে পাওয়া যায়। ভিডিও বার্তাটিতে আলোচিত ফটোকার্ডে প্রচারিত এমন কোনো কথা আসিফ নজরুল বলেননি।
সুতরাং, উপদেষ্টা ড. আসিফ নজরুলকে উদ্ধৃত করে ‘আমার নামে চাঁদাবাজি করলে আমায় অর্ধেক কমিশন দিতে হবে’ শীর্ষক মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- কালবেলা: আসিফ নজরুলের নামে চাঁদাবাজি, দিলেন ভিডিও বার্তা
- Dr. Asif Nazrul: Facebook video
- Rumor Scanner’s Own Analysis