সম্প্রতি “এবার সেনাবাহিনীকে দৌড়ানি দিল ক্ষিপ্ত জনতা। জনগণের অ্যাকশনে থমথমে রাজপথ” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ভাইরাল হওয়া কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় প্রচারিত ভিডিওটির শিরোনামের দাবীর সাথে ভিডিওটির ঘটনার কোন সামঞ্জস্যতা নেই বরং ভিডিওটি ভয়েস এডিটেড ও ভিন্ন ঘটনার।
গত ১ জুলাই ২০২১ তারিখে ‘সিলেট বিডি নিউজ ২৪ লাইভ’ নামক একটি পেজ থেকে প্রথম ভিডিওটি ফেসবুকে প্রকাশ করা হয় এবং মূল ভিডিওটিতে দেখা যায় লকডাউনের বিধিনিষেধ তদারকির অংশ হিসেবে মাঠ প্রশাসন, থানা পুলিশ এবং সেনাবাহিনীর কর্মকর্তারা মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় অবস্থান করছিলেন।
উল্লেখ্য, ৩৪ মিনিট ৫৮ সেকেন্ডের মূল ভিডিওটিতে কোথাও কোন উত্তেজনার শব্দ খুঁজে পাওয়া যায়নি।
সিলেট বিডি নিউজ ২৪ লাইভের জুড়ী উপজেলার লকডাউন পরিস্থিতি নিয়ে সেদিনের প্রতিবেদন দেখুন এখানে।
মূলত, মূল ভিডিওটির একটি অংশ কেটে সাউন্ড/ভয়েস এডিট করে অন্য একটি মিছিলের শব্দ যুক্ত করে সাউন্ডট্র্যাক বদলিয়ে লাইভ স্ট্রিমিং অ্যাপের মাধ্যমে ভুয়া শিরোনামে সামাজিক মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও গুজব।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: এবার সেনাবাহিনীকে দৌড়ানি দিল ক্ষিপ্ত জনতা
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]