হিজাব পরিহিত অবস্থায় সোনাক্ষী সিনহার ভারত-পাকিস্তানের খেলা দেখতে যাওয়ার দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি, বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা হিজাব পরে তার স্বামী জাহির ইকবালের সাথে স্টেডিয়ামে বসে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখেছেন দাবিতে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। আলোচিত ছবিটিতে সোনাক্ষী সিনহাকে কারো রঙের হিজাব এবং তার পাশে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরিহিত অবস্থায় জাহির ইকবালকে দেখতে পাওয়া যায়।

ফেসবুকে প্রচারিত এমন ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, স্বামী জাহির ইকবালের হিজাব পরিহিত অবস্থায় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখার ছবিটি বাস্তব নয় বরং ছবিগুলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে সোনাক্ষী সিনহার হিজাব পরে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাওয়া বিষয়ে ভারতীয় গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

তাই উক্ত ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা কিনা জানতে এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশনে ছবিগুলো যাচাই করা হলে জানা যায়, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

Screenshot Collage by Rumor Scanner 

এছাড়া, রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণেও ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার একাধিক লক্ষণ শনাক্ত করা গিয়েছে। 

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার হিজাব পরিহিত অবস্থায় স্বামীর সাথে স্টেডিয়ামে বসে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখার একটি ছবিকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Analysis
  • Hive Moderation 

আরও পড়ুন

spot_img