সম্প্রতি মরোক্কান ফরোয়ার্ড সোফিয়ান বাউফল পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে কাতার বিশ্বকাপে কাঁদতে দেখে খুশি হয়েছেন শীর্ষক দাবিতে একটি তথ্য গণমাধ্যম সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
গণমাধ্যমের ফেসবুক পেইজে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন Prothom Alo Sports (আর্কাইভ), প্রথম আলো (আর্কাইভ), চ্যানেল আই (আর্কাইভ), চ্যানেল আই স্পোর্টস (আর্কাইভ), বিজয় টিভি (আর্কাইভ)।
গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন দেখুন প্রথম আলো, চ্যানেল আই, প্রতিদিনের বাংলাদেশ, ডেইলি বাংলাদেশ, দেশ রূপান্তর, বিজয় টিভি (ইউটিউব), সোনালী নিউজ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গত বছর অনুষ্ঠিত কাতার বিশ্বকাপে পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে কাঁদতে দেখে মরোক্কান ফরোয়ার্ড সোফিয়ান বাউফল খুশি হয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কাতারের একটি গণমাধ্যমে দেওয়া সোফিয়ান বাউফলের একটি সাক্ষাৎকারকে বিকৃতভাবে উপস্থাপন করে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।
কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ফুটবল ভিত্তিক ওয়েবসাইট goal এ গত ১৫ এপ্রিল ‘Sofiane Boufal DENIES saying he ‘enjoyed seeing Cristiano Ronaldo cry’ after Morocco’s World Cup triumph over Portugal‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটিতে সোফিয়ান বাউফলের একটি ইনস্টাগ্রাম স্টোরির ছবিকে উদ্ধৃত করে বলা হয়, সোফিয়ান বাউফল তার নামে প্রচারিত ‘রোনালদোকে কান্না করতে দেখা আমি উপভোগ করেছি’ শীর্ষক একটি ছবিকে ভুয়া হিসেবে উল্লেখ করে তার ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছেন।
পাশাপাশি মরক্কোর অনলাইন পোর্টাল Morocco World News এ ‘World Cup: Sofiane Boufal Denies Saying He Enjoyed Seeing Ronaldo Cry‘. শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে সোফিয়ান বাওফলের ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে বলা তার উক্তিটি খুঁজে পাওয়া যায়।
যেখানে সোফিয়ান বাউফল বলেন, রোনালদোর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমাদের কান্না করার চেয়ে তার কান্না করাটাই স্বাভাবিক ছিলো। এছাড়া তিনি তার বক্তব্যে নিজের এবং তার দলের সফল বিশ্বকাপ যাত্রার জন্য আনন্দ এবং গর্ব প্রকাশ করেছিলেন।
বিষয়টি নিয়ে আরও অধিকতর অনুসন্ধানে রিউমর স্ক্যানার টিম কাতার ভিত্তিক গণমাধ্যম Alkass এ দেওয়া সোফিয়ান বাউফলের সাক্ষাৎকারটি পর্যবেক্ষণ করে।
পর্যবেক্ষণে দেখা যায়, সাক্ষাৎকারটির ১০ মিনিট সময়কালে সোফিয়ান বাউফল উপস্থাপিকার একটি প্রশ্নের উত্তরে বলেন, ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে বলছি, বিশ্বকাপে আমাদের কান্না করার চেয়ে তার কান্না করাটাই স্বাভাবিক। আমরা আমাদের খেলা নিয়ে সন্তুষ্ট ছিলাম। আমাদের অন্য কারো আনুকুল্যের প্রয়োজন পড়েনি।
অর্থাৎ সোফিয়ান বাউফল ক্রিস্টিয়ানো রোনালদোকে কাতার বিশ্বকাপে কাঁদতে দেখে খুশি হয়েছেন এমনটি বলেননি। বরং তিনি বলেছিলেন, ক্রিস্টিয়ানো রোনালদোর কান্না করাটা স্বাভাবিক।
পাশাপাশি আলকাসের প্রতিবেদক ওমর কাহাতানও তার টুইটার অ্যাকাউন্টে (আর্কাইভ) সোফিয়ান বাউফলের সাক্ষাৎকার নিয়ে ব্যাখ্যা দেন।
টুইটারে তিনি ফুটবল ভিত্তিক ওয়েবসাইট Goal এর আরবি সংস্করণ GoalAR কে উল্লেখ করে লেখেন, রোনালদোর ব্যাপারে সোফিয়ান বাউফলের নামে প্রকাশ করা মন্তব্যটি ভুল।
Screenshot: Omar Khatan_Twitter
উল্লেখ্য, মরোক্কান ফরোয়ার্ড সোফিয়ান বাউফল পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে কাতার বিশ্বকাপে কাঁদতে দেখে খুশি হয়েছেন শীর্ষক দাবিতে গত ১৬ এপ্রিল সংবাদ প্রচার করে বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো৷ তবে একইদিনে উক্ত সংবাদকে মিথ্যা উল্লেখ সোফিয়ান বাউফলের সূত্রে পুনরায় নতুন আরেকটি প্রতিবেদন প্রকাশ করে গণমাধ্যমটি।
মূলত, কাতার বিশ্বকাপ মাতানো মরক্কো ফুটবল দলের ফরোয়ার্ড সোফিয়ান বাউফল গত ১৬ এপ্রিল কাতারভিত্তিক সংবাদ মাধ্যম Al Kass এ একটি সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারের এক পর্যায়ে উপস্থাপিকার এক প্রশ্নের উত্তরে সোফিয়ান বাউফল বলেন, রোনালদোর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমাদের কান্না করার চেয়ে তার কান্না করাটাই স্বাভাবিক ছিলো। কিন্তু পরবর্তীতে তার এই উত্তরটিকেই বিকৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যম এ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় যে, পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে কাতার বিশ্বকাপে কাঁদতে দেখে খুশি হয়েছিলেন সোফিয়ান বাউফল। পরবর্তীতে বিষয়টি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সোফিয়ান বাউফল তার ইনস্টাগ্রামে নিজেই বিষয়টি গুজব বলে নিশ্চিত করেন।
প্রসঙ্গত, Al Kass এর সাক্ষাৎকারে উপস্থাপিকার আরেকটি প্রশ্নের উত্তরে সোফিয়ান বাউফল রোনালদো থেকে মেসিকে এগিয়ে রেখেছেন এবং মেসির সাবেক ক্লাব বার্সেলোনায় খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন।
প্রসঙ্গত আরও উল্লেখ্য যে, কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে গোলে হারে পর্তুগাল। ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
সুতরাং, মরোক্কান ফরোয়ার্ড সোফিয়ান বাউফল পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে কাতার বিশ্বকাপে কাঁদতে দেখে খুশি হয়েছেন শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
Morocco World News: World Cup: Sofiane Boufal Denies Saying He Enjoyed Seeing Ronaldo Cry
Omar Khatan_Twitter: https://twitter.com/omarqahtan_/status/1647011630830501892?t=RB2cMQyZ2GmTHhV5miLNKw&s=19 (আর্কাইভ)
Al Kass: ‘Sofiane Boufal Interview
Independent UK: Cristiano Ronaldo Left in Tears after Portugal Upset by Morocco at World Cup