শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

ডাক্তারদের হাতের লেখার কারণে ৭ হাজার রোগীর মৃত্যুর তথ্যটি বিভ্রান্তিকর 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ডাক্তারদের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৭ হাজার রোগীর মৃত্যু হয় ‘ (আর্কাইভ) শীর্ষক একটি তথ্য কয়েক বছর ধরে প্রচার হয়ে আসছে। 

ফেসবুকে প্রচার হয়ে আসা এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘ডাক্তারদের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৭ হাজার রোগীর মৃত্যু হয়’ শীর্ষক তথ্যটি সঠিক নয় বরং উক্ত তথ্যটি ২০০৭ সালের শুধু যুক্তরাষ্ট্রের পরিসংখ্যানের।

অনুসন্ধানে দেখা যায়, eXtReMe NoIsE নামক ফেসবুক পেজে ২০১২ সালের ২৪ নভেম্বর “ফেসবুকে তিন কোটি আইডি আছে যে গুলারমালিক মৃত” (আর্কাইভ) শিরোনামে একটি পোস্ট করা হয়। সেখানে উল্লেখ করা হয়, “ডাক্তারের বাজে হাতের লেখার কারণে বছরে ৭ হাজার লোক মারা যায়।” ২০১২ এবং ২০১৩ সালে ফেসবুকে একই তথ্যসম্বলিত পোস্ট কপি পেস্ট হয়ে ছড়িয়ে পড়তে দেখা যায়। 

২০১৪ সালের ১৫ ডিসেম্বর Shaiful Islam নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে করা একটি পোস্টে (আর্কাইভ)  একই তথ্যের সাথে এটি বাংলাদেশের পরিসংখ্যান বলে দাবি করা হয়। সেখানে উল্লেখ করা হয়, “ডাক্তারের বাজে হাতের লেখার কারণে, সারাদেশে বছরে ৭ হাজার লোক মারা যায়!!!”

২০১৫ সালের ২০ অক্টোবর Mahfujur Rahman নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে করা একটি পোস্টে (আর্কাইভ) একই তথ্যের সাথে এটি পৃথিবীর পরিসংখ্যান বলে দাবি করা হয়। সেখানে উল্লেখ করা হয়, “ডাক্তারদের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় সাত হাজার রুগির মৃত্যু হয়।”

পরবর্তী বছরগুলোয় এই তথ্যটি কপি পেস্টের মাধ্যমে ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজে ছড়িয়ে পড়তে দেখা যায়। সম্প্রতি এই তথ্য আবারও ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজে ছড়িয়ে পড়তে দেখা গেছে। 

এই তথ্যের সত্যতা অনুসন্ধান করতে গিয়ে ২০০৭ সালের ১৫ জানুয়ারি মার্কিন সংবাদমাধ্যম TIME এর ওয়েবসাইটে “Cause of Death: Sloppy Doctors” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স ইনস্টিটিউট অফ মেডিসিন (IOM) এর ২০০৬ সালের জুলাইয়ে প্রকাশিত একটি রিপোর্টের বরাত দিয়ে টাইমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, “ডাক্তারদের অগোছালো হাতের লেখার কারণে যুক্তরাষ্ট্রে বছরে ৭,০০০ এরও বেশি মানুষ মারা যায়। একই কারণে যুক্তরাষ্ট্রে বছরে ১.৫ মিলিয়নেরও বেশি মানুষ অসুস্থতায় পড়ে।” 

Screenshot from Time

একই সূত্রের বরাত দিয়ে জাতীয় দৈনিক The Daily Star The riddle over docs’ handwriting শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে একই তথ্য উল্লেখ করা হয়। 

Screenshot The Daily Star

তবে বাংলাদেশ কিংবা পৃথিবীতে ঠিক কতজন ডাক্তারদের অগোছালো হাতের লেখার কারণে মারা যায় সে বিষয়ে কোনো গবেষণার তথ্য বা পরিসংখ্যান পাওয়া যায় নি।

মূলত, ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স ইনস্টিটিউট অফ মেডিসিন (IOM) এর রিপোর্টের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম টাইমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডাক্তারদের অগোছালো হাতের লেখার কারণে যুক্তরাষ্ট্রে বছরে ৭,০০০ এরও বেশি মানুষ মারা যায়। এই তথ্যটি-ই ২০১২ সাল থেকে ফেসবুকের পোস্টগুলোতে মারা যাওয়ার সংখ্যাটিকে পৃথিবীর পরিসংখ্যান বলে প্রচার হয়ে আসছে যা জনমনে বিভ্রান্ত ছড়াচ্ছে। কিন্তু পৃথিবীতে ঠিক কতজন ডাক্তারদের অগোছালো হাতের লেখার কারণে মারা যায় সে বিষয়ে কোনো গবেষণার তথ্য পাওয়া যায় না। 

সুতরাং, ‘ডাক্তারদের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৭ হাজার রোগীর মৃত্যু হয়’ শীর্ষক তথ্যটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  1. TIME : “Cause of Death: Sloppy Doctors”
  2. The Daily Star : The riddle over docs’ handwriting
RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img