সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের মৃত্যুর গুজব

সম্প্রতি, শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটকে সংগীতশিল্পী ইমরান মাহমুদুল গাড়ি এক্সিডেন্টে মারা গেছেন দাবিতে ইমরান মাহমুদুলের ছবি যুক্ত একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ইমরান মাহমুদুলের মৃত্যুর

aponmia312’ নামক টিকটক অ্যাকাউন্ট থেকে প্রচারিত ভিডিওটি দেখুন- এখানে (আর্কাইভ)। এই পর্যন্ত টিকটকে ভিডিওটি দেখা হয়েছে ২ লক্ষের অধিক বার।

উক্ত টিকটক অ্যাকাউন্ট থেকে ইমরান মাহমুদুল মারা গেছেন দাবিতে আরও একটি ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ) । এই ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ৫ হাজারের অধিক বার।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সংগীতশিল্পী ইমরান মাহমুদুল মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই গুজব ছড়ানোর উদ্দেশ্যে ইমরান সম্পর্কে আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যমে আলোচিত দাবির পক্ষে কোনো সংবাদ পাওয়া যায়নি। ইমরান দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাই, স্বাভাবিকভাবেই এমন কিছু ঘটে থাকলে তা সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ পাবে। কিন্তু সংবাদ মাধ্যমে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।

পরবর্তীতে, ইমরান মাহমুদুলের ফেসবুক পেজ ‘Imran Mahmudul’ পর্যবেক্ষণ করে গত ২৬ আগস্ট আপলোডকৃত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ওপরে ‘লক্ষীপুরের উদ্দেশ্যে আজ রাতে রওনা হচ্ছি ইন শা আল্লাহ’ ও ‘আবারও বলছি যাদের ত্রাণ দেবেন তাদের ছবি অথবা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড দেবেন না’ লেখা রয়েছে। ভিডিওতে দেখা ইমরান মাহমুদুলকে আরও অনেকের সাথে ত্রাণ সামগ্রী প্যাকেজিং এবং বাছাই প্রক্রিয়া করতে দেখা যায়। 

Screenshot: Imran Mahmudul

ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘আমরা আমাদের সাধ্য মতো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবার সামান্য চেষ্টা করেছি। আপনারাও আপনাদের সাধ্যমতো চেষ্টা করুন। অন্যদের উৎসাহ দেওয়ার জন্য ছবি পোস্ট করতে চাইলে দয়া করে যাদের ত্রাণ দিচ্ছেন তাদের ছবি অথবা ভিডিও পোস্ট করবেন না। আমাদের আয়োজনে সাথে ছিলেন সৈকত রেজা ভাই এবং তার টিম, কণা আপু , মিলন এবং আমার দুলাভাই জসিম সুমন ভাই । সবার প্রতি কৃতজ্ঞতা।’ 

অর্থাৎ, টিকটকে সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের মৃত্যু সংক্রান্ত দাবি প্রচারিত হওয়ার পরও ইমরান মাহমুদুলের শারীরিক উপস্থিতি পাওয়া যায়। যার ফলে বলা যায়, টিকটকে ভিউ বাড়ানো ও গুজব প্রচারের উদ্দেশ্যে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

সুতরাং, সংগীতশিল্পী ইমরান মাহমুদুল মারা গেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img