ঢাবিতে ছাত্রদলের মিছিলে শিবিরের হামলার দৃশ্য দাবিতে ২০২৩ সালের ঈশ্বরদীর ভিডিও প্রচার

অন্তত গত ১৮ আগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, “এই মুহুর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল মিছিল বের করলে, শিবিরের নেতাকর্মীরা হামলা করেছে। দুপক্ষের ব‍্যাপক সংঘর্ষ হচ্ছে এবং সেখানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এমন পরিস্থিতি যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হামলার দাবিরও কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওটি ২০২৩ সালের ৫ নভেম্বরের পাবনার ঈশ্বরদীর একটি ঘটনার। পুলিশের তথ্যমতে, সেসময় পাবনার ঈশ্বরদী রেলগেটে বিএনপি ঘোষিত অবরোধের সমর্থনে রেল লাইনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘পাবনা পোস্ট ডটকম’ নামক একটি অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক পেজে ২০২৩ সালের ৫ নভেম্বরে প্রচারিত ২ মিনিট ৭ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে প্রথম প্রায় ১ মিনিট ৩০ সেকেন্ডের হুবহু মিল পাওয়া যায়। এমনকি আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে ‘পাবনা পোস্ট’ এর লোগোর জলছাপও পাওয়া যায় যা থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি পাবনা পোস্টের উক্ত ভিডিওটি থেকেই নেওয়া হয়েছে।

Comparison : Rumor Scanner

ভিডিওটি সম্পর্কে পাবনা পোস্টের ক্যাপশনে বলা হয়, “ঈশ্বরদীতে ককটেল বিস্ফোরণ-রেললাইনে আগুন-ভাঙচুর যা বললেন পুলিশ সুপার”। ভিডিওটিতে একজনকে বলতে শোনা যায়, “অবরোধের সমর্থনে এইযে বিক্ষোভ প্রদর্শন থেকে শুরু করে সহিংস ঘটনার সাথে জড়িত তাদেরকে আমরা প্রায়শই নিয়মিত কিন্তু গ্রেফতারের মধ্যে রেখেছি। তারপরেও তাদের এইযে সহিংস অবস্থান নিয়ন্ত্রণের জন্য যতরকমের চেষ্টা, আমরা সেটা করছি। এবং আমরা বিশ্বাস করি, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো।”

উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’ এর ওয়েবসাইটে ‘ঈশ্বরদীতে ককটেল হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর’ শিরোনামে ২০২৩ সালের ৫ নভেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, “পাবনার ঈশ্বরদী রেলগেট এলাকায় দফায় দফায় ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ সময় একটি ট্রাক ও পুলিশের কাজে নিয়জিত একটি গাড়ি ভাঙচুর করা হয়। আজ রোববার (২০২৩ সালের ৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ রাত (২০২৩ সালের ৫ নভেম্বর) সাড়ে ৭টার দিকে অবরোধকারীদের একটি দল অতর্কিত রেলগেট এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে।’ তিনি জানান, এ সময় হামলাকারীরা একটি ট্রাক ও পুলিশের রিকুইজিশন করা একটি পিকআপ ভাঙচুর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

এছাড়াও, অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘যায় যায় দিন’ এর ওয়েবসাইটে ‘ঈশ্বরদী রেলগেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৮ জনের নামে মামলা’ শিরোনামে ২০২৩ সালের ৭ নভেম্বরে এ বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, “পাবনার ঈশ্বরদী রেলগেটে অবরোধের সমর্থনে রেল লাইনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানকে (৩৫) প্রধান আসামী করে ৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২০২৩ সালের ৬ নভেম্বর) রাতে ঈশ্বরদী থানার উপ- পরিদর্শক (এসআই) সুব্রত কুমার বাদী হয়ে এ মামলা করেন।…মামলা সুত্র মতে , বিএনপির দ্বিতীয় দফায় ঘোষিত অবরোধের সমর্থনে রোববার (২০২৩ সালের ৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির ২০-২৫ জন যুবক রেলগেট এলাকায় রেল লাইনের ওপর আগুন জ্বালিয়ে অবরোধের সমর্থনে স্লোগান দেয়। এ সময় রেলগেটের কাছে একটি ট্রাকের হামলা চালিয়ে গ্লাস ভাঙচুর করে। জনমনে আতংক সৃষ্টি করতে অবরোধ সমর্থকরা পরপর ৬টি ককটেল বিস্ফোরন ঘটায়। মুহূর্তেই রেলগেট থেকে শুরু করে বাজার এবং শহরের প্রধান প্রধান সড়কের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।”

উপরোল্লিখিত তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি ২০২৩ সালের ৫ নভেম্বরের এবং পাবনার ঈশ্বরদীর। পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কোনো মিছিলে শিবিরের হামলার সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ২০২৩ সালের ৫ নভেম্বরে পাবনার ঈশ্বরদীর ভিডিওকে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রশিবিরের হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img