সম্প্রতি ‘আবুধাবিতে পৃথিবীর সর্ববৃহৎ মসজিদ দাবিতে কিছু ছবি’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

যা দাবি করা হচ্ছে
গত ২০ অক্টোবর ফেসবুকে নায়ক ওমর সানি তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্টে (আর্কাইভ) দাবি করেন, “পৃথিবীর সর্ববৃহৎ মসজিদ আবুধাবি, আলহামদুলিল্লাহ দেখার সৌভাগ্য হল, নামাজ আদায় করলাম, কি যে সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করার মতো নয়, যাক বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন।”
ওমর সানি তার পোস্টে পাঁচটি ছবি যুক্ত করেছেন। দুইটি ছবিতে তার স্ত্রী নায়িকা মৌসুমীকেও দেখা যাচ্ছে। পাঁচটি ছবিতেই বিভিন্নভাবে তোলা একটি মসজিদ দেখা যাচ্ছে।
একই দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পৃথিবীর সর্ববৃহৎ মসজিদ নয় বরং পৃথিবীর সর্ববৃহৎ মসজিদ সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ।
ছবিটি কোন মসজিদের?
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে মার্কিন সংবাদমাধ্যম CNN এর ওয়েবসাইটে ২০১৯ সালের ২৬ নভেম্বর Abu Dhabi’s Sheikh Zayed Grand Mosque: Secrets of one of the world’s grand places of worship শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে সংযুক্ত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের ছবিগুলোর সাথে ওমর সানির পোস্টের ছবিগুলোর মিল খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ইংরেজি ভাষার দৈনিক Gulf News এর ওয়েবসাইটে ২০১৯ সালের ১২ নভেম্বর প্রকাশিত সংযুক্ত আরব আমিরাতের কিছু মসজিদ বিষয়ক প্রতিবেদনেও শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের ছবি খুঁজে পাওয়া যায়, যার সাথে ওমর সানির পোস্টে সংযুক্ত ছবির মিল রয়েছে।

অর্থাৎ, ওমর সানির পোস্টে সংযুক্ত ছবিতে যে মসজিদের ছবি দেখা যাচ্ছে সেটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ।
সর্ববৃহৎ মসজিদ কোনটি?
২০১৫ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, মক্কার গ্র্যান্ড মসজিদ (যেটি মসজিদ আল-হারাম বলে পরিচিত) বিশ্বের সর্ববৃহৎ মসজিদ। বর্তমানেও এই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি৷ বরং সাম্প্রতিক সময়ে সম্প্রসারণের ফলে এর ধারণক্ষমতা আরো বেড়েছে।

চলতি বছরের ১ মে সৌদি আরব ভিত্তিক সংবাদমাধ্যম Arab News জানিয়েছে, গ্র্যান্ড মসজিদের সম্প্রসারণের ফলে ১৫ লক্ষ বর্গমিটার এলাকাজুড়ে থাকা মসজিদটিতে গত রমজানে একসাথে প্রায় ১ কোটি ৯০ লক্ষ মানুষ নামাজ আদায় করতে পেরেছেন। তৃতীয় সম্প্রসারণের পর ধারণক্ষমতা ৫০ লক্ষ বেড়েছে।

বর্তমানে গ্র্যান্ড মসজিদের ধারণক্ষমতা প্রায় ৪০ লক্ষাধিক।

অন্যদিকে আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের ২২ হাজার ৪১২ বর্গমিটার এলাকায় ৪০ হাজার মুসুল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন।

শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদকে পৃথিবীর সর্ববৃহৎ মসজিদ বলা যায় না৷ পৃথিবীর সর্ববৃহৎ মসজিদ মক্কার গ্র্যান্ড মসজিদ বা মসজিদ আল-হারাম।
শেখ জায়েদ কততম বৃহত্তম?
সিএনএন ২০২০ সালে জানিয়েছিল, বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। ৪০ হাজার মুসুল্লির ধারণক্ষমতা সম্পন্ন মসজিদটি ১৯৯৬ সালে নির্মাণ শুরু হয়ে পরবর্তী ১২ বছর ধরে চলেছে। তবে মসজিদটি খুব বেশিদিন তৃতীয় অবস্থান ধরে রাখতে পারেনি। আলজেরিয়ায় রাজধানী আলজিয়ার্সে ২০১২ সালে Djamaa El Djazair নামে একটি মসজিদের নির্মাণকাজ শুরু হয়। ২০২০ সালের অক্টোবরে মসজিদটি চালু হয়। এই মসজিদের ধারণক্ষমতা ১ লক্ষ ২০ হাজার জন। অর্থাৎ, শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের চেয়ে তিনগুণ বেশি ধারণক্ষমতা সম্পন্ন এই মসজিদ। তাই পরবর্তীতে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে Djamaa El Djazair। শেখ জায়েদ চলে যায় পরের অবস্থানে।

অন্যদিকে মসজিদ আল-হারামের পরের অবস্থানে অর্থাৎ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ সৌদি আরবের মদিনার মসজিদ আল নববী বা প্রোফেট মস্কো। ৪ লাখ ১৬ হাজার ৪৭৫ বর্গমিটার এলাকাজুড়ে অবস্থিত মসজিদটিতে একসাথে প্রায় ৭, লক্ষাধিক মুসুল্লি নামাজ আদায় করতে পারেন বলে জানা যায় ২০১২ সালে। তবে সে সময় মসজিদটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০৪০ সালে সম্প্রসারণ কাজ পুরোপুরি শেষ হলে মসজিদে একসাথে প্রায় ২০ লাখ মুসুল্লি নামাজ আদায় করতে পারবেন।
মূলত, ২০০৮ সালে চালু হয় আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ৷ ৪০ হাজার মুসুল্লি ধারণক্ষমতার মসজিদটি ২০২০ সাল পর্যন্ত পৃথিবীর তৃতীয় বৃহত্তম মসজিদ ছিল। সে বছর আলজেরিয়ায় ১.২০ লক্ষ মুসুল্লি ধারণক্ষমতার Djamaa El Djazair মসজিদটি চালু হলে তৃতীয় স্থান হারায় শেখ জায়েদ। কিন্তু সম্প্রতি শেখ জায়েদকে পৃথিবীর সর্ববৃহৎ মসজিদ দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। উল্লেখ্য, পৃথিবীর সর্ববৃহৎ মসজিদ মক্কার গ্র্যান্ড মসজিদ বা মসজিদ আল-হারাম, যার ধারণক্ষমতা ৪০ লক্ষাধিক।
সুতরাং, আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদকে পৃথিবীর সর্ববৃহৎ মসজিদ দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- BBC: Mecca crane collapse: Saudi inquiry into Grand Mosque disaster
- CNN: Abu Dhabi’s Sheikh Zayed Grand Mosque: Secrets of one of the world’s grand places of worship
- Gulf News: Photos: Gulf News readers share pictures of mosques in the UAE
- Arab News: Third expansion of Makkah Grand Mosque receives 19 million worshippers
- Arab News: The Prophet’s Mosque: Great status and vast expansions in the Saudi era