ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ০৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ০৮ আগস্ট দেশে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এখন অবধি শেখ হাসিনা গণমাধ্যমের সামনে আসেননি। তবে, সম্প্রতি ১৫ আগস্ট এর জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করা হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশের সাধারণ জনগণ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৫ আগস্ট শোক দিবস পালনের আহ্বান জানান। এই প্রেক্ষাপটে, দেশ ছাড়ার দশদিন পর শেখ হাসিনার ছবি দাবিতে একটি ছবি ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক বা শেখ হাসিনা’র দেশ ছাড়ার দশদিন পর তোলা ছবি নয় বরং ছবিটি শেখ হাসিনা ইংল্যান্ডে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সময়কার ছবি।
অনুসন্ধানের শুরুতে, রিভার্স ইমেজ সার্চ করে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর প্রচারিত একটি পোস্টে আলোচিত ছবিটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের বিস্তারিত অংশ থেকে জানা যায়, ২০২২ সালে ইংল্যান্ডে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার ঠিক আগমুহূর্তে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা ফ্রেমবন্দি হন। উক্ত ছবিটিই সম্প্রতি শেখ হাসিনা দেশ ছাড়ার দশদিন পর তোলা ছবি দাবিতে প্রচার করা হয়েছে।

এছাড়াও, দেশের প্রথম সারির গণমাধ্যম দ্য ডেইলি স্টার এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বরে প্রকাশিত একটি সংবাদেও একই ছবি খুঁজে পাওয়া যায়।
উক্ত সংবাদ থেকে জানা যায়, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২২ সালের ০৬ সেপ্টেম্বর দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাতের দুই সপ্তাহের মধ্যেই রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের অনুষ্ঠানে তাদের আবারও দেখা হয়।
সুতরাং, দেশত্যাগের দশদিন পর শেখ হাসিনার ছবি দাবিতে ২০২২ সালে ভারতের রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মু ও শেখ হাসিনার তোলা পুরোনো ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- President of India: Facebook Post
- The Daily Star: PM Hasina meets Indian President Murmu before Queen Elizabeth’s funeral starts
- Rumor Scanner’s Own Research