শেখ হাসিনার ভারত ছেড়ে বিভিন্ন দেশে সফরে যাওয়ার বিষয়টি গুজব 

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ এমন দাবিতে গত ১০ অক্টোবর সংবাদ প্রকাশ করেছে দেশের একটি অনলাইন সংবাদমাধ্যম। এর প্রেক্ষিতে অন্তত ১২ অক্টোবর থেকে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, আগামী ২৪ অক্টোবর শেখ হাসিনা সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক সফরে যাচ্ছেন। ৩০ অক্টোবর তিনি ভারতে ফিরে আসবেন। 

উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

গণমাধ্যমে শেখ হাসিনার মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুলের নামে চালু থাকা একটি ফেসবুক অ্যাকাউন্টের পোস্টকে এই তথ্যের সূত্র হিসেবে দেখিয়ে দাবিটি প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন বাংলা টিভি (ইউটিউব)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা ভারত ছেড়ে বিভিন্ন দেশ সফরে যাচ্ছেন এমন দাবিটি সঠিক নয় বরং গণমাধ্যমে সূত্র হিসেবে ব্যবহার হওয়া পুতুলের ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া। তাছাড়া কিছু পোস্টে সূত্র হিসেবে ভারতীয় সংবাদমাধ্যমের নাম উল্লেখ থাকলে ভারতের কোনো সংবাদমাধ্যমেই এ সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশিত হয়নি। 

গণমাধ্যমে এ সংক্রান্ত দাবির সূত্র হিসেবে সায়মা ওয়াজেদ পুতুল নামে যে অ্যাকাউন্টের পোস্টের বিষয়ে উল্লেখ করা হয়েছে তা নিয়ে শুরুতে অনুসন্ধান চালিয়েছে রিউমর স্ক্যানার। চলতি বছরের ৩০ জানুয়ারি চালু হওয়া এই অ্যাকাউন্টে গত ১৩ অক্টোবর দুপুরে আলোচিত পোস্টটি করা হয়। এই অ্যাকাউন্টে আলোচিত দাবিটির সূত্র হিসেবে ক্যাপশনে ‘ভারতীয় সংবাদমাধ্যম’ উল্লেখ করে কমেন্টে একটি ভিডিওর ইউটিউব লিংক দেওয়া হয়েছে। 

Screenshot collage: Facebook 

এই লিংকে প্রবেশ করে দেখা যায়, এটি ন্যাশনাল ডায়ালগস নামে ভারতীয় একটি ইউটিউব চ্যানেল। তরুণ ঘোষ নামে কলকাতার একজন সাংবাদিক এই চ্যানেলে নিয়মিত তার নিজের মতামত ভিডিওর মাধ্যমে প্রকাশ করে থাকেন। শেখ হাসিনার বিদেশ সফরের দাবি নিয়ে তিনি একইদিন (১৩ অক্টোবর) একটি ভিডিও প্রকাশ করেন। এতে একই দাবি সম্বলিত হোয়াটসঅ্যাপের একটি স্ক্রিনশট দেখানো হয়। 

Screenshot: Youtube 

তরুণ ঘোষ এই স্ক্রিনশটের তথ্য নিয়েই তার ভিডিওতে আলোচনা করেছেন। তবে তিনি স্বতন্ত্রভাবে নিজে এই তথ্য নিশ্চিত করেননি বা এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। 

রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, ভারতীয় কোনো সংবাদমাধ্যমেও এই দাবিতে কোনো সংবাদ প্রকাশিত হয়নি।

তাছাড়া, পুতুলের নামে চালু থাকা এই অ্যাকাউন্টটিও ভুয়া বলে নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার। পুতুলের এই মুহূর্তে ফেসবুকে কোনো উপস্থিতি নেই। গত মার্চে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছিল, পুতুল সে সময় Saima Wazed নামে একটি ফেসবুক পেজ (https://www.facebook.com/saimawazed.1973) চালু করেছেন। তবে পেজটি বর্তমানে ফেসবুকে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের পক্ষ থেকেও রিউমর স্ক্যানারকে জানানো হয়েছে, পুতুলের বর্তমানে ফেসবুকে কোনো অ্যাকাউন্ট বা পেজ নেই।

Screenshot: Facebook 

অর্থাৎ, পুতুলের নামে চালু থাকা ভুয়া অ্যাকাউন্টে দাবিটির সূত্র হিসেবে ভারতের কোনো গণমাধ্যমের ভিডিও প্রতিবেদন নয়, দেওয়া হয়েছে কলকাতার এক সাংবাদিকের নিজের চ্যানেলে প্রচার করা মতামত সম্বলিত ভিডিওর লিংক।

ফেসবুকে পুতুলের উপস্থিতি না থাকলেও এক্সে (সাবেক টুইটার) তার একটি ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে। এটিতে তার সরব উপস্থিতি থাকলেও আলোচিত দাবিতে তাকে কোনো পোস্ট করতে দেখা যায়নি। 

পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, তরুণ ঘোষ নামে কলকাতার সেই সাংবাদিক সংশ্লিষ্ট দাবি সংক্রান্ত যে স্ক্রিনশট দেখিয়েছেন সেই কথিত তথ্যগুলো অন্তত এর আগের দিন অর্থাৎ ১২ অক্টোবর থেকেই ফেসবুকে সূত্রবিহীনভাবে প্রচার হচ্ছিল। 

এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও দাবিটি সঠিক নয় এবং শেখ হাসিনা এমন কোনো সফরে যাচ্ছেন না বলে রিউমর স্ক্যানারকে জানানো হয়েছে। আওয়ামী লীগ বলছে, শেখ হাসিনা বা আরও লীগের কোনো কর্মসূচীর বিষয়ে তাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই জানানো হবে৷ 

সুতরাং, চলতি মাসে শেখ হাসিনা ভারত ছেড়ে বিভিন্ন দেশে সফরে যাওয়ার যাচ্ছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

  • National Dialogues: Youtube Video
  • Saima Wazed: X Account
  • Statement from Awami League
  • Rumor Scanner’s own analysis 

হালনাগাদ/ Update

২১ অক্টোবর, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে উক্ত দাবির বিষয়ে বক্তব্য পাওয়া যাওয়ার প্রেক্ষিতে বক্তব্যটি প্রতিবেদনে যুক্ত করা হলো।

আরও পড়ুন

spot_img