গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি এখনও ভারতে অবস্থান করছেন। এরই প্রেক্ষিতে, সম্প্রতি ‘ভারতে কড়া নিরাপত্তার মাধ্যমে চক্ষু পরিক্ষা করালেন শেখ হাসিনা’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি সাম্প্রতিক সময়ে ভারতে শেখ হাসিনার চক্ষু পরীক্ষা করানোর ভিডিও নয় বরং ২০১৬ সালে নিউ ইয়র্কে তার রাষ্ট্রীয় সফরের সময় ধারণকৃত একটি পুরোনো ভিডিও।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজে সার্চ করে প্রথম আলো’র ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

একই শিরোনামে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায়, ভিডিওটি ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে ধারণ করা।
পরবর্তীতে, একই সালের ১৬ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালে কানাডা ও যুক্তরাষ্ট্রে ১১ দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি কানাডার মন্ট্রিলে পঞ্চম রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ) এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন।
অর্থাৎ, এই ভিডিওর সাথে শেখ হাসিনার বর্তমান ভারতে অবস্থানের কোনো সম্পর্ক নেই।
সুতরাং, ২০১৬ সালের নিউইয়র্কে শেখ হাসিনার উপস্থিতির একটি ভিডিও ব্যবহার করে সম্প্রতি তার ভারতে কড়া নিরাপত্তায় চক্ষু পরীক্ষা করানোর দাবি প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে
- Prothom Alo: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে
- Prothom Alo: কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা