বুধবার, অক্টোবর 9, 2024

শাকিব খান ‘Banger Casino’ নামের কোনো জুয়ার অ্যাপের প্রচারণা করেননি

সম্প্রতি, নায়ক শাকিব খান জুয়ার অ্যাপের প্রচারণা করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ভিডিওতে শাকিব খানকে ‘BANGER CASINO’ নামে একটি অ্যাপ ডাউনলোড করে প্রচুর অর্থ উপার্জনের কথা বলতে দেখা যায়।

শাকিব খান

ভিডিওটি দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শাকিব খান ‘BANGER CASINO’ নামে কোনো জুয়ার অ্যাপ ডাউনলোড করে অর্থ উপার্জনের কথা বলেননি। বরং, চ্যানেল আই এর Channel i Shows ইউটিউব চ্যানেলে আপলোড করা পুরোনো একটি ভিডিওর ফুটেজ সংগ্রহ করে প্রযুক্তির সাহায্যে ভিন্ন অডিও ‘BANGER CASINO এবং Crazy Time নামক দুটি অ্যাপ এর বিজ্ঞাপন যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিও থেকে শাকিব খানের কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে চ্যানেল আই’র ‘Channel i Shows’ ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৫ জুন ‘লুঙ্গি আমি ভালো পরতে পারি না, মাঝেমধ্যে খুলে যায় : শাকিব খান | Shakib Khan Interview’ শিরোনামের একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওতে রাফসান সাবাব এর উপস্থাপনায় শাকিব খানকে কিছু প্রশ্নের উত্তর দিতে দেখা যায়।

Screenshot: Channel i Shows

উক্ত অনুষ্ঠানের ভিডিও ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

এই অনুষ্ঠানের কোথাও শাকিব খানকে জুয়ার অ্যাপ ‘BANGER CASINO’ ডাউনলোড করে অর্থ উপার্জন করার কথা বলতে দেখা যায়নি।

উল্লেখ্য, শাকিব খান ২০২১ সালের ১১ নভেম্বর ইকমার্স প্রতিষ্ঠান দারাজের ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন । মূলত, ভিডিওটা সেই সময়ের।

মূলত, চ্যানেল আই’র ‘Channel i Shows’ ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৫ জুন আপলোডকৃত একটি ভিডিওতে রাফসান সাবাব এর উপস্থাপনায় শাকিব খানকে অতিথি হিসেবে দেখা যায়। সম্প্রতি উক্ত অনুষ্ঠানের ভিডিও ফুটেজ সংগ্রহ করে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শাকিব খানের কণ্ঠস্বরের পরিবর্তে নকল কণ্ঠস্বর বসিয়ে শাকিব খান জুয়ার অ্যাপের বিজ্ঞাপন করেছেন দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে শাকিব খান জুয়ার অ্যাপের মাধ্যমে অর্থ উপার্জন করার কথা বলে কোনো জুয়ার অ্যাপের প্রচারণায় অংশগ্রহণ করেননি।

সুতরাং, শাকিব খান ‘BANGER CASINO’ নামক জুয়ার অ্যাপ ডাউনলোড করে অর্থ উপার্জনের করার পদ্ধতি জানিয়ে বিজ্ঞাপন করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং এ সংক্রান্ত ভিডিওটি এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img