সম্প্রতি, অভিনেতা শাকিব খান মারা গেছেন দাবিতে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে বিভিন্ন তারকাদের শোকাবহ অবস্থায় দেখিয়ে দাবি করা হচ্ছে তারা শাকিব খানের মৃত্যুতে মর্মাহত।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি এ বিষয়ে প্রচারিত একটি ভিডিও প্রায় ৬ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে ২১ হাজারের অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে ৭০২ টি মন্তব্য করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, শাকিব খান মারা যাননি বরং, অভিনেত্রী অঞ্জনা ও পরিচালক অরুন রায় এর মৃত্যুতে বিভিন্ন তারকার শোকাবহ প্রতিক্রিয়ার ভিডিও ক্লিপ ব্যাবহার করে এই গুজব ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে শাকিব খানের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
আলোচিত দাবিটি যাচাইয়ে কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবিতে ব্যবহৃত ভিডিওগুলোর উৎস পাওয়া যায়।
দাবিকৃত ভিডিওটিতে অপু বিশ্বাসের শোকাবহ অবস্থার ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে, গত ৮ জানুয়ারির একটি টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, অভিনেত্রী অঞ্জনার শেষ বিদায়ের সময় ভিডিওটি ধারণকৃত।।
এছাড়া অভিনেতা মিশা সওদাগর, ইলিয়াস কাঞ্চন ও আলমগীরের শোকাহত দৃশ্যটি অভিনেত্রী অঞ্জনার জানাজার সময়ের বলে অনুসন্ধানে জানা যায়।
আলোচিত ভিডিওতে দেখানো পশ্চিমবঙ্গের অভিনেতা দেবের ভিডিও ক্লিপের বিষয়ে অনুসন্ধানে, গত ২ জানুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘Ei Samay’ এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘Arun Roy Death: পরিচালক অরুণ রায়ের মৃত্যুতে শোকস্তব্ধ দেব ও রুক্মিণী’’ শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত ভিডিওতে ব্যবহৃত ক্লিপের হুবুহু মিল পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের বিবরণ থেকে জানা যায়, পরিচালক অরুণ রায়ের মৃত্যুতে দেব ও রুক্মিণীর শোকস্তব্ধ মুহুর্তের ভিডিও এটি।
সুতরাং, অভিনেতা শাকিব খানের মৃত্যুর দাবতে দাবিতে টিকটকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Shakib_Khan_OfficiaL: Tiktok Video
- BanglaVision NEWS Youtube Channel: বিএফডিসিতে অঞ্জনার প্রথম জানাজা সম্পন্ন | Actress Anjana no more
- Ei Samay Youtube channel: Arun Roy Death: পরিচালক অরুণ রায়ের মৃত্যুতে শোকস্তব্ধ দেব ও রুক্মিণী
- Rumor Scanner Own Analysis