আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় শিশু ফুরকানকে বাংলাদেশী ইমন দাবিতে প্রচার

সম্প্রতি, “ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি। সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন । সবাই কিছু দান করে সাহায্য করুন। শিশুটির চিকিৎসার জন্য ২০ লাখ ৫০ হাজার টাকার প্রয়োজন । এমন কোনো পাথরের মানুষ থাকবে যে শেয়ার করবে না । দয়া করে কেউ এড়িয়ে যাবেন না, সাহায্য করতে না পারলেও দয়া করে পোস্টটি শেয়ার করুন যাতে কোনো দানশীল ব্যক্তির নজরে আসে” শীর্ষক শিরোনামে এক শিশুর কয়েকটি ছবি সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে,এখানে, এখানে । পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইমন নামে প্রচারিত ছবিগুলো কোনো বাংলাদেশি শিশুর নয় বরং এগুলো ফুরকান নামে ভারতের রোগাক্রান্ত এক শিশুর ছবি।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, “I Want To Bring My Baby Back Home: Please Help!” শীর্ষক শিরোনামে ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম ‘Impact GuRu’’ এর ওয়েবসাইটে প্রকাশিত শিশুটির মূল ছবি খুঁজে পাওয়া যায়।

তাছাড়া ইম্প্যাক্ট গুরু এর অফিসিয়াল ফেসবুক পেজে গত ৩০ জুলাই প্রকাশিত শিশুটির একই ছবি খুঁজে পাওয়া যায়।

মূলত, ছবিগুলো ফুরকান নামের ৪ মাস বয়সী ভারতের এক শিশুর। শিশুটি হৃদপিন্ডে ছিদ্র নিঃশ্বাসের সমস্যা এবং নিউমোনিয়ায় সহ নানা জটিলতায় আক্রান্ত। ফুরকান হায়দ্রাবাদেরকিমস কাডলস মাদার এন্ড চাইল্ড সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ৪ মাস বয়সী ভারতীয় শিশু ফুরকানের ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে বাংলাদেশি রোগাক্রান্ত  শিশু ইমনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

এছাড়া, সাম্প্রতিক সময়ে ইমন নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোয় উল্লিখিত ব্যক্তিগত বিকাশ ও নগদ নাম্বারে যথাক্রমে (০১৮৪৬৮২৩১২৯) একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিগত কয়েকমাস যাবত শুধুমাত্র নাম ও ছবি পরিবর্তন করে ভিন্ন ভিন্ন শিরোনামে আর্থিক সহায়তার নামে প্রতারণা মূলক তথ্য প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

সুতরাং, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় রোগাক্রান্ত শিশু ফুরকানের ছবি বাংলাদেশের রোগাক্রান্ত শিশু ইমনের ছবি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

ImpactGuru Website: https://www.impactguru.com/fundraiser/help-md-furqan-ali-1-mk-story-v1-md?utm_source=social&utm_medium=fb&utm_campaign=furqan-04-dmp&utm_content=creative-30july2022&fbclid=IwAR0zG0Xtpa-0QhLl6Fj4pBx9FUnYZqVjrjT5jUxID9by-dUHMzkZzwKHDn8

ImpactGuru Facebook Page: https://www.facebook.com/ImpactGuru/posts/pfbid05ohEbCFK1viuxCRQ1MBsRJ8mu9gCRmcs4d5giS7ZqEu3pjg3JuxUu6SEUfjPdWual

আরও পড়ুন

spot_img