ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভিডিও দাবিতে চলচ্চিত্রের দৃশ্য প্রচার

সম্প্রতি, “হে আল্লাহ ইউত্রেনের সকল মুসলমানদের রহ্মা করো” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ইউক্রেন

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সম্প্রতি ইউক্রেন-রাশিয়া সংঘাতের নয় বরং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী অবলম্বনে ২০১৯ সালে নির্মিত ‘Midway(2019)’ নামের একটি চলচ্চিত্রের ট্রেলার।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ‘hasan 15m’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৬ মার্চে “Midway (2019) The Battle of Midway” শীর্ষক শিরোনামে প্রকাশিত ৫ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিওটির ৪২ সেকেন্ড সময়কালের দৃশ্যের সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

মূলত, আলোচিত ভিডিওটি ২০১৯ সালে ফিল্ম প্রোডাকশন কোম্পানি সেন্ট্রোপলিস এন্টারটেইনমেন্ট কর্তৃক দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি কাহিনী অবলম্বনে নির্মিত ‘Midway (2019)’ নামের একটি চলচ্চিত্রের ট্রেলার (আগামী ছবির নমুনা হিসেবে প্রদর্শিত খন্ড চলচ্চিত্র)। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়কালে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা এবং জাপানিজ নৌবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে উক্ত চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। এই চলচ্চিত্রের ট্রেলারের দৃশ্যকেই সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়া সংঘাতকালের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

অর্থাৎ, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কাহিনী অবলম্বনে ২০১৯ সালে নির্মিত Midway(2019) নামের চলচ্চিত্রের দৃশ্যকে সম্প্রতি ইউক্রেন-রাশিয়া সংঘাতকালের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: হে আল্লাহ ইউত্রেনের সকল মুসলমানদের রহ্মা করো
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Midway (2019) The Battle of Midway
  2. Midway (2019) – IMDb

আরও পড়ুন

spot_img