সম্প্রতি “এবার রাশিয়া কে সমার্থন করল সৌদি আরব কি হবে ইউক্রেনের” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে।
টিকটক প্রচারিত ভিডিও দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সাম্প্রতিক সময়ের কোনো সাক্ষাৎকারের নয় বরং এটি ২০১৭ সালে মস্কোর ক্রেমলিনে সৌদি আরবের বাদশাহ এর সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকারের পুরোনো ভিডিও।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, সংবাদমাধ্যম Radio Free Europe/Radio Liberty এর ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ৫ অক্টোবর “Putin And Saudi King Hold Talks In Moscow” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
এছাড়া, সেসময়ে Euronews, Voice of America, Aljazeera সহ একাধিক সংবাদমাধ্যমে উক্ত সাক্ষাৎকার সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়।

মূলত, ২০১৭ সালের অক্টোবরে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রাশিয়া সফর করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়ায় মস্কোর ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সাক্ষাৎকারের সময় ধারণকৃত পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে ‘রাশিয়া কে সমর্থন করলো সৌদি আরব’ শীর্ষক দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, ইউক্রেনের আন্তর্জাতিক সীমান্ত থেকে হামলা বন্ধ করে রুশ সেনাদের সরিয়ে নিতে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবে ১৯৩ সদস্য দেশের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১টি দেশ, যার মধ্যে সৌদি আরব উল্লেখযোগ্য। সেখানে বাংলাদেশসহ ৩৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিলো এবং প্রস্তাবের বিপক্ষে ৫টি দেশ ভোট দিয়েছে।
তাছাড়া, রাশিয়া-ইউক্রেনের চলমান সঙ্কট নিরসনে গত ৩ মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে পৃথক ফোনালাপে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ২০১৭ সালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের রাশিয়া সফরকালীন সময়ে ধারণকৃত পুরোনো ভিডিওকে সম্প্রতি রাশিয়া-ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রাশিয়াকে সৌদি আরবের সমর্থন করার দৃশ্য দাবি করে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: এবার রাশিয়া কে সমার্থন করল সৌদি আরব কি হবে ইউক্রেনের
- Claimed By: TikTok users
- Fact Check: False
[/su_box]
তথ্যসূ্ত্র
- Putin And Saudi King Hold Talks In Moscow
- Saudi king makes historic visit to Russia | Euronews
- Saudi king, Putin agree deals on historic Russia trip | News | Al Jazeera
- Putin Hosts Saudi King to Talk About Oil, Syria
- জাতিসংঘে ইউক্রেন ইস্যুতে ভোট দেয়নি বাংলাদেশ, ভারত, পাকিস্তান | সমাজ সংস্কৃতি | DW | 03.03.2022
- জাতিসংঘে রাশিয়া-বিরোধী প্রস্তাব, ভোট দিলো না চীন-ভারত | বিশ্ব | DW | 03.03.2022
- Crown prince says Saudi Arabia ready to mediate between Russia, Ukraine during calls with Putin, Zelensky | Arab News