বৃহস্পতিবার, মে 22, 2025

আমীর খসরুকে উদ্ধৃত করে অন্তর্বর্তী সরকারের ওপর বিনিয়োগকারীদের আস্থা নেই দাবির স্যাটায়ার পোস্ট আসল ভেবে প্রচার

গত ০৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’। এ সম্মেলনে প্রায় সাড়ে চার’শ জন বিদেশি বিনিয়োগকারী অংশ নেন। তাঁরা দেশের তিনটি অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন, বিনিয়োগ পরিবেশেরও খোঁজ নেন। সম্মেলনে ১৫ কোটি ডলার বিনিয়োগে সমঝোতা চুক্তি করেছে চীনা একটি প্রতিষ্ঠান। আর এই সম্মেলনেই স্টার্টআপ কোম্পানি শপআপের ১১ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ পাওয়ার কথা জানানো হয়। এ ছাড়া একাধিক বিদেশি প্রতিষ্ঠান ও বিনিয়োগ প্রতিনিধিদল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন বলে গণমাধ্যম সূত্রে জানা যায়। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘ইউনুস সরকারের ওপর আস্থা নেই বিনিয়োগকারীদের। দ্রুত নির্বাচন ছাড়া হাতছাড়া হতে পারে কোটি টাকার বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক শিরোনামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছবিযুক্ত ফটোকার্ড সম্বলিত একটি দাবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ইউনুস সরকারের ওপর আস্থা নেই বিনিয়োগকারীদের। দ্রুত নির্বাচন ছাড়া হাতছাড়া হতে পারে কোটি টাকার বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক শিরোনামে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য দাবিতে ইংরেজি দৈনিক ডেইলি স্টার কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি। মূলত, দ্য ডেইলি স্টারকে ব্যঙ্গ করে তৈরি দ্য দিল্লি স্টার নামক একটি স্যাটায়ার ফেসবুক পেজের পোস্টকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের নামে ব্যবহৃত ফন্টের সঙ্গে মিল রেখে ‘The Delhi Star’ লেখা। 

উক্ত তথ্যের সূত্রে এই নামে একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর চালু হওয়া পেজটিতে প্রকাশিত বিভিন্ন কনটেন্ট বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি স্যাটায়ার পেজ। পেজটি থেকে গত ০৯ এপ্রিল,২০২৫ তারিখে আলোচিত ফটোকার্ডটি প্রকাশ করা হয়। 

পেজটির নামের সঙ্গে দ্য ডেইলি স্টারের নামের ফন্ট মিল থাকায় তাদের স্যাটায়ার ফটোকার্ডটিকে পত্রিকাটির নামে প্রচার করা হচ্ছে বলে ধারণা করা হয়। 

Image comparison: Rumor Scanner 

তাছাড়া, দৈনিক দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড, সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, গত বুধবার (৯ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি বক্তব্য খুঁজে পাওয়া যায়। এসময় তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা ভাল হবে। কারণ নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের আস্থা বেশি থাকে’। তবে ঐ আলাপচারিতায় আমীর খসরু মাহমুদ চৌধুরী অন্তবর্তীকালীন সরকারের ওপরে বিনিয়োগকারীদের আস্থা নেই শীর্ষক কোনো বক্তব্য দেননি। 

সুতরাং, ‘ইউনুস সরকারের ওপর আস্থা নেই বিনিয়োগকারীদের। দ্রুত নির্বাচন ছাড়া হাতছাড়া হতে পারে কোটি টাকার বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক শিরোনামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছবিযুক্ত ফটোকার্ড সম্বলিত দাবিটি ভুয়া এবং ‘দ্য দিল্লি স্টার’ নামক ফেসবুক পেজের পোস্টটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img