সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনার মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদির গুলিবিদ্ধ হয়েছেন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সালমান মুক্তাদির কোটা আন্দোলন বা পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হননি বরং তিনি টিয়ারশেলে আহত হন বলে রিউমর স্ক্যানারকে জানিয়েছেন। অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম এনটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, কোটা সংস্কারের দাবি নিয়ে সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ১৮ জুলাই তাতে যোগ দেন সালমান। “এ সংক্রান্ত ভাইরাল হওয়া ভিডিওতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সালমান মুক্তাদিরকে দেখা গেছে। ভিডিওতে সালমান মুক্তাদিরকে আহত অবস্থায় দেখা গেছে।” এ বিষয়ে সালমান রিউমর স্ক্যানারকে বলেছেন, “কোনো গুলি লাগেনি। এটি টিয়ারশেল ছিল। টিয়ারশেল মারা হয়েছিল। আমি ওটাকে ধরে ফিরিয়ে দিতে চেয়েছিলাম। তবে আমি জানতাম না এটা কীভাবে কাজ করে। ধরতে গিয়েই দেখলাম যে এটা খুব গরম। আমি আর হাতে রাখতে পারি নাই। তখন আমার মুখের ওপর এটার ধোঁয়া চলে আসে।”
সুতরাং, কোটা আন্দোলনে সালমান মুক্তাদিরের টিয়ারশেল দ্বারা আহত হওয়ার ঘটনাকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।
তথ্যসূত্র
- Independent Tv: Video
- Statement from Salman Muqtadir