‘র’ এর সঙ্গে যোগাযোগ নিয়ে সালাহউদ্দিন আহমেদের বক্তব্য দাবিতে যমুনা টিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, “৫ আগস্টের আগে ভারতীয় ‘র’ এর সাথে যোগাযোগ ছিলো, তবে এখন আমার কোনো যোগাযোগ নেই” শীর্ষক শিরোনামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বক্তব্য দাবিতে দেশীয় মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আলোচিত মন্তব্যটি করেননি এবং উক্ত শিরোনামে যমুনা টেলিভিশন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, সালাহউদ্দিন আহমেদের ভিন্ন মন্তব্য সম্বলিত যমুনা টেলিভিশনের ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টেলিভিশনের  লোগো রয়েছে।

পরবর্তীতে যমুনা টেলিভিশনের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে গত ২৩ মে সালাহউদ্দিন আহমেদের বক্তব্য বিষয়ক একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। যমুনার মূল ফটোকার্ডটিতে ‘প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা ও দুই ছাত্র উপদেষ্টার কারণে সরকার এখন বিতর্কিত, তাদের পদত্যাগ চায় বিএনপি’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ৫ ‘আগস্টের আগে ভারতীয় ‘র’ এর সাথে যোগাযোগ ছিলো, তবে এখন আমার কোনো যোগাযোগ নেই’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

Photocard Comparison by Rumor Scanner 

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনার এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সপক্ষে কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি। 

সুতরাং, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ‘৫ আগস্টের আগে ভারতীয় ‘র’ এর সাথে যোগাযোগ ছিলো, তবে এখন আমার কোনো যোগাযোগ নেই’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে যমুনা টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। 

তথ্যসূত্র 

  • Jamuna Television: Facebook Post 
  • Rumor Scanner’s own analysis 

আরও পড়ুন

spot_img