সম্প্রতি অনলাইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে কথিত সজীব ওয়াজেদ জয়কে বলতে শোনা যায়, “কিছু কিছু লোক আমাকে ও পুতুলকে বলে প্রতিবন্ধী। আমরা নাকি কথা বলতে পারি না। আরে বেটা বাংলাদেশ তো আমাদের জন্যই সৃষ্টি হয়েছে। আমার নানা ভাষা আন্দোলন করেছে। মুক্তিযুদ্ধ না করলে কি তোরা বাংলায় কথা বলতে পারতিস?”

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উপরোল্লিখিত ভিডিওটি ৭ লক্ষ ৫৮ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং ৬ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উপরোল্লিখিত ভিডিওটি ৯ লক্ষ ৩৭ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং ৪ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে লাইক দেওয়া হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উপরোল্লিখিত ভিডিওটি ৯৭ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং ২ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে লাইক দেওয়া হয়েছে।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘কিছু কিছু লোক আমাকে ও পুতুলকে বলে প্রতিবন্ধী’ শীর্ষক সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি একটি ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি আসল হওয়ার সপক্ষে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে সজীব ওয়াজেদের বক্তব্য, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক অবস্থায় খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
পরবর্তীতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স সার্চে ‘সজীব ওয়াজেদ জয়’ এর ফেসবুক পেজে ২০২৪ সালের ৭ আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে সজীব ওয়াজেদ সাধারণ মানুষ, আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মী ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাসহ নানা বিষয়ে কথা বলেন। ভিডিওটিতে প্রদর্শিত সজীব ওয়াজেদ ও তার পারিপার্শ্বিক অবস্থার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত সজীব ওয়াজেদের দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়। তবে ভিডিওটিতে সজীব ওয়াজেদকে আলোচিত দাবিতে প্রচারিত কথাগুলো বলতে শোনা যায়নি।

এ থেকে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি মূলত উক্ত ভিডিওর স্ক্রিনশটের প্রেক্ষিতে এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই ও ডিপফেক কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘ডিপফেক ও মিটার’ এ আলোচিত ভিডিওটি বিশ্লেষণ করলে এটি ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। প্ল্যাটফর্মটির ‘XCLIP’, ‘TALL’, ও ‘AVSRDD’ ডিটেক্টরের বিশ্লেষণমতে ভিডিওটি ভুয়া হওয়ার সম্ভাবনা ৯৯.৩ থেকে ৯৯.৭ শতাংশ।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
সুতরাং, সজীব ওয়াজেদ জয়ের ভিন্ন ভিডিওর স্ক্রিনশটের প্রেক্ষিতে এআই প্রযুক্তির সাহায্যে ‘কিছু কিছু লোক আমাকে ও পুতুলকে বলে প্রতিবন্ধী’ শীর্ষক সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের ভিডিও তৈরি করে আসল দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।
তথ্যসূত্র
- Sajeeb Wazed Joy – Facebook Post
- DeepFake-O-Meter
- Rumor Scanner’s analysis