সম্প্রতি, আওয়ামী লীগ আর পরিবারতান্ত্রিক দল হবেনা জানিয়ে দলটির নেতাকর্মীদের সমর্থন চেয়ে শেখ হাসিনা কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল একটি ভিডিওবার্তা প্রচার করেছেন দাবিতে ইন্টারেনেটে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
ভিডিওটিতে কথিত সায়েমা ওয়াজেদ পুতুলকে বলতে শোনা যায়, “অবশ্যই আমরা মিলেমিশে কাজ করব, জনগণের সেবা করব। আসছি খুব তাড়াতাড়ি, আপনাদেরও আমাদের পাশে থাকতে হবে। আমরা আর আত্মীয়নির্ভর দল হবো না। আমার মায়ের মত ভুল আমি করবো না। আমাদের আত্মীয়রা দেশ ছেড়ে সবাই পালাইছে, কিন্তু কর্মীরা সবাই দেশে রয়েছে। এর থেকেই বোঝা যায় কর্মীদের ভালোবাসা। ভালো থাকবেন সবাই।”

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগকে পরিবারতন্ত্রের বাইরে এনে পুনর্গঠনের আশ্বাস দিয়ে দলটির নেতাকর্মীদের সমর্থন চেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল কোনো ভিডিওবার্তা প্রচার করেনি। এছাড়াও উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটিও আসল নয়। প্রকৃতপক্ষে, সায়েমা ওয়াজেদের পুরোনো একটি ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ভিডিওতে রূপান্তরিত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
বর্তমান সময়ে আওয়ামী লীগকে পরিবারতন্ত্রের বাইরে এনে পুনর্গঠনের কথা জানানো হলে তা গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশিত হওয়া অবধারিত। তবে, অনুসন্ধানে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। এছাড়াও সায়েমা ওয়াজেদ পুতুলের আলোচিত ভিডিওটির মত কোনো ভিডিও খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সায়েমা ওয়াজেদ পুতুলের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৩ সালের ১২ মে প্রচারিত একটি ছবি খুঁজে পাওয়া যায়।

ছবিটিতে পুতুলকে তার মা শেখ হাসিনা ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সাথে দেখতে পাওয়া যায়। তবে ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটিতে এবং প্রাপ্ত ছবিতে পুতুলকে একই পোশাকে, একই স্থানে এবং একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়াও আলোচিত ভিডিওতেও পুতুলের ডান হাতের পাশে শেখ হাসিনার শাড়ির অংশ দেখতে পাওয়া যায়।
যা থেকে ধারণা করা যাচ্ছে, উক্ত ছবিটি ক্রপ করে তারপর কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সেই ছবি ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি ভয়েসওভারও যুক্ত করা হয়।
পরবর্তীতে বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্যে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ডিপফেক-ও-মিটারে ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮.৭ শতাংশ।

সায়েমা ওয়াজেদ পুতুলের এক্স অ্যাকাউন্টে একই অনুষ্ঠান নিয়ে করা আরেকটি পোস্ট থেকে জানা যায়, এটি Accelerating Universal Health Coverage Towards Smart Bangladesh শীর্ষক শিরোনামে ২০২৩ সালের ১১ মে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ধারণ করা ছবি।

সুতরাং, আওয়ামী লীগকে পরিবারতন্ত্রের বাইরে এনে পুনর্গঠন করার বিষয়ে সায়েমা ওয়াজেদ পুতুলের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Saima Wazed X Account Post
- Saima Wazed X Account Post
- Jagonews24 Wesbite: সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে ধনী দেশগুলোকে এগিয়ে আসতে হবে
- Rumor Scanner’s Analysis