ভিডিওটি রাশিয়ান স্পেস রকেটের, শক্তিশালি মিসাইলের নয়

সম্প্রতি “এটি হচ্ছে সেই মিসাইল যা দিয়ে বিশ্ব কে ৩৫ বার ধ্বংস করা সম্ভব, যার কারণে বিশ্ববাসীর কাছে রাশিয়া সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে।

রাশিয়ান

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি কোনো রাশিয়ান মিসাইল এর নয় বরং এটি রাশিয়ান স্পেস রকেট প্রোটন-এম এর ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, রাশিয়ান স্পেস এজেন্সি ‘রসকসমস টিভি’ এর ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ৭ অক্টোবরে “Removal of the Proton-M launch vehicle to the launch complex” শিরোনামে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

মূলত, ২০১৯ সালের ৯ অক্টোবরে Eutelsat 5 West B টেলিকমিউনিকেশন স্যাটেলাইট এবং Mission Extension Vehicle-1 স্যাটেলাইট সহিত Proton-M রকেটটি কাজাখিস্তানে অবস্থিত রাশিয়ান স্পেস ফ্যাসিলিটি Baikonur Cosmodrome হতে উৎক্ষেপন করা হয়। মূলত, ২০১৯ সালের ৭ অক্টোবরে উক্ত রকেটটিকে স্পেস কমপ্লেক্সের ২০০ তম সাইটে পরিবহনের সময় ধারণকৃত একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে রাশিয়ার শক্তিশালি মিসাইল দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, রাশিয়ান স্পেস রকেট Proton-M এর পরিবহনের সময় ধারণকৃত একটি ভিডিওকে বর্তমানে শক্তিশালি রাশিয়ান মিসাইল দাবি করে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: এটি হচ্ছে সেই মিসাইল যা দিয়ে বিশ্ব কে ৩৫ বার ধ্বংস করা সম্ভব, যার কারণে বিশ্ববাসীর কাছে রাশিয়া সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র
  • Claimed By: TikTok users
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Roscosmos TV: Вывоз РН «Протон-М» на стартовый комплекс
  2. Пуск РН «Протон-М» с КА Eutelsat 5 West B и Mission Extension Vehicle-1

আরও পড়ুন

spot_img