ইরাকের ঘটা পুরোনো সংঘর্ষের ভিডিওকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি, “রাশিয়া কি ভাবে ইউক্রেনের রাজধানী দকল করেছে একটু দেখেন সবাই জাতিসংঘ কোথায়” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে প্রচারিত হচ্ছে।

ইরাক

টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি রাশিয়া কর্তৃক ইউক্রেনের রাজধানী দখলের নয় বরং এটি ২০১৮ সালে ইরাকের বসরা শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের দৃশ্য।

প্রচারিত ভিডিওটির উপরে ডান পাশে জলছাপের সূত্র ধরে, المربد | Al-Mirbad নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ০১ সেপ্টেম্বরে “After they dispersed, the security forces chased the protesters in Basra” (অনুবাদিত) শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

এছাড়া আন্তর্জাতিক সংবাদমাধ্যম “BBC” এর ওয়েবসাইটে ২০১৮ সালের ০৪ সেপ্টেম্বরে “Iraq protesters killed in Basra clashes with security forces” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

মূলত, ২০১৮ সালের মে মাসে ইরাকে অনির্ধারিত পার্লামেন্ট নির্বাচনের পর একটি কার্যকর সরকার গঠনের জন্য লড়াইয়ের সময় বিক্ষোভ শুরু হয়। এতে ইরাকের বসরা শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের সৃষ্টি হয়। সেই সংঘর্ষের মূহুর্তে ধারণকৃত একটি ভিডিওকে বর্তমানে রাশিয়া-ইউক্রেন সংঘাতের দৃশ্য দাবি করে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ২০১৮ সালে ইরাকের বসরা শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পুরোনো ভিডিওকে সম্প্রতি রাশিয়া-ইউক্রেন সংঘাতের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: রাশিয়া কি ভাবে ইউক্রেনের রাজধানী দকল করেছে একটু দেখেন সবাই জাতিসংঘ কোথায়
  • Claimed By: TikTok users
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

Al Mirbad: https://www.youtube.com/watch?v=s0UHPhc-1xg
BBC News: https://www.bbc.com/news/world-middle-east-45411349

আরও পড়ুন

spot_img